রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট একটি সুখবর। পূর্ব রেলের পক্ষ থেকে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল সহ পূর্ব রেলের প্রায় সবকটি শাখায় এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— RRC/ER/Act Apprentices/2024-25
পদের নাম— Apprentices
ট্রেডের নাম— Fitter, Carpenter, Painter, Lineman, Wireman, Electrician ইত্যাদি।
মোট শূন্যপদ— ৩১১৫ টি। (UR- ১২৬৩ টি, EWS- ৩১১ টি, SC- ৪৬৮ টি, ST- ২৩২ টি, OBC- ৮৪১ টি।)
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রধানত ১০+২ পদ্ধতিতে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট যে কোনো একটি ট্রেডে ন্যূনতম ২ বছর অথবা তার বেশি সময়ের জন্য ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
চাকরির খবরঃ ভারতীয় রেলের ১১,৫৫৮ টি নন-টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ
বয়সসীমা— এই পদগুলিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য প্রার্থীদের www.rrcer.org ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট অনলাইন আবেদন পেজে সমস্ত নথি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দেশ অনুসারে আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি— এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য তপশিলি জাতিভুক্ত প্রার্থী, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী, এবং মহিলা প্রার্থী ছাড়া অন্যান্যদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট— সাম্প্রতিক রঙিন ছবি, প্রার্থীর নিজস্ব স্বাক্ষর, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, আইটিআই ট্রেডে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট, উপলব্ধ জাতি শংসাপত্র, উপলব্ধ প্রতিবন্ধী শংসাপত্র।
চাকরির খবরঃ রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
আবেদনের শেষ তারিখ— এই সমস্ত পদগুলির জন্য আবেদন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। আবেদনের শেষ তারিখ হল ২৩ অক্টোবর, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Apply Now