কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- Technical Officer
মোট শূন্যপদ- ২০০ টি। (UR-80, EWS-20, OBC-52, SC-33, ST-15)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে CSE/ IT/ ECE/ EEE/ Mech./ Electrical/ Electronics Engineering-এ B.E/ B.Tech Degree/ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা থেকে ৩১,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৩১/১২/২০২২ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- CED Building, Main Factory, Electronics Corporation Of India Limited, ECIL Post, Hyderabad- 500062.
ইন্টারভিউয়ের তারিখ- ১১ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here