শিক্ষার খবর

রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে! রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দিল রাজ্য

Advertisement

রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ ছিল, শিক্ষা দফতরের সঙ্গে পরামর্শ না করেই নিয়োগ করা হয়েছে তাঁদের। রাজ্য জানায়, এই নিয়োগ মেনে নেওয়া হবে না। অধ্যাপকদের উপাচার্য পদ গ্রহণ না করার আবেদনও জানানো হয়। কিছু জন সেই আবেদন গ্রহণ করলেও অনেকেই তা মানেননি। আর এবার সংশ্লিষ্ট বিষয়ে কড়া পদক্ষেপ নিল রাজ্য।

সূত্রের খবর, রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিল উচ্চ শিক্ষা দফতর। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘এই অস্থায়ী নিয়োগ আইন মেনে হয়নি’ পাশাপাশি এও বলা হয়েছে, যেহেতু উপাচার্যদের নিয়োগ বৈধ নয়, তাই তাঁরা পারিশ্রমিক ও ভাতা তুলতে পারবেন না’।

আরও পড়ুনঃ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

প্রসঙ্গত, এর আগে রাজ্য- রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে বহুবার। আর এবার তা কার্যত চরমে পৌছল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের তরফে নির্দেশ, রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যরা নিজেদের বেতন তুলতে পারবেন না। আর নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্যপালের নিয়োগ করা উপাচার্য

Related Articles