রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে উপস্থিত হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। সেখানে গিয়ে অনুদানের অঙ্গীকারও করেন তিনি। তবে শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্যপাল এ সবই করছেন সরকারকে না জানিয়ে। এ প্রসঙ্গে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রমণ শানালেন রাজ্যপালের উদ্দেশ্যে।
শুক্রবার বি আর আম্বেদকরের মুর্তিতে মাল্যদান করতে এসেছিলেন শিক্ষামন্ত্রী। আর সেখানেই রাজ্যপালকে সরাসরি আক্রমণ করলেন তিনি। তাঁর কথায়, আমরা রাজ্যপালের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাঁকে বাইরে রেখে কিছু করার কথা ভাবিনি। তবে তিনি যে সরকারকে অন্ধকারে রেখেই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন, তাতে আবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিধানসভায় পাশ হওয়া বিলে সই করে রাজ্যপাল কে আচার্য পদ ছাড়তে বলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুনঃ ITI পাশে চাকরির সুযোগ
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, বিধানসভায় পাশ হওয়া কোনোও বিল অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখার অধিকার রাজ্যপালের নেই। তাই দশ মাস আগে মুখ্যমন্ত্রীকে আচার্য করে যে বিল পাশ হয়েছিল তাতে রাজ্যপালকে সই করার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী। নচেৎ সেই বিল ফেরত পাঠাতে বললেন। এর সাথে শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজ্যের দশ কোটি মানুষের আবেগকে সন্মান দিয়ে আচার্য পদ ছাড়া উচিত রাজ্যপালের।