ভারত সরকার অনুমোদিত ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেডে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Apprenticeship
মোট শূন্যপদ- ২৮৪ টি। (UR-143 টি, EWS-15 টি, OBC-77 টি, SC-43 টি ও ST-21 টি)
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সে গুলি হল- electrician, electronic mechanic, fitter, R&AC, MMV, Turner, Machinist, MM Tool Maint, Carpenter, Copa, Diesel Mechanic, Plumber, SMW, Welder and Painter.
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- ৩১ অক্টেবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ৭৭০০/- টাকা ও ৮০৫০/- টাকা স্টাইপেন্ড পাবেন।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
আরও পড়ুনঃ রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা তারিখ ঘোষণা হলো
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে মিনিস্ট্রি অফ স্কিন ডেভেলপমেন্টের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। পরে www.ecil.co.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১০ অক্টোবর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ট্রেড পাশে মার্ক ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ হলদিয়া ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here