ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। বিভিন্ন সময়ে প্রচুর শূন্য পদে এখানে কর্মী নিয়োগ হয়ে থাকে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতের যেকোনো প্রান্তের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম- Project Engineer, Technical Officer and Assistant Project Engineer
মোট শূন্যপদ- ১৬৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে জন্য আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ SSC -এর মাধ্যমে গ্রূপ- সি কর্মী নিয়োগ
বয়সসীমা- ভিন্ন পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ভিন্ন রয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।
মাসিক বেতন- প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৪০,০০০/- টাকা। টেকনিক্যাল অফিসার পদের জন্য ২৫,০০০/- টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ২৪,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। নিজের বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর স্থান- বিভিন্ন শহরের ক্ষেত্রে ভিন্ন স্থানে ইন্টারভিউর স্থান নির্দিষ্ট করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি নিচে দেওয়া হল।
ইন্টারভিউর তারিখ- ইন্টারভিউ হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here