কর্মচারী রাজ্য বীমা নিগম (ESI), শ্রম ও রোজগার মন্ত্রক, ভারত সরকার সম্প্রতি তাদের কলকাতা বিভাগের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। উল্লেখিত কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদগুলিতে নিয়োগ করবে সংস্থা। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – 412(Dean-Joka)-A-12/16/Jr. R/2023/Recr.Cell/Vol.I
পদের নাম – Junior Resident
মোট শূন্যপদ – ২৯ টি।
শিক্ষাগত যোগ্যতা – মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ সহ নূন্যতম ১ বছরের ইন্টার্নশীপ অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন – ৫৬,১০০টাকা।
চাকরির খবরঃ রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
আবেদন পদ্ধতি – প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে। আবেদনকারীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। অতঃপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র সহ আবেদনকারীদের সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে ইন্টারভিউর দিন।
ইন্টারভিউ তারিখ – ২৯ মে ও ৩০মে, ২০২৩।
ইন্টারভিউ স্থান – ESI- PGIMSR & ESIC Medical College, Joka Diamond Harbour Road, Kolkata- 700104
Official Notification: Download Now
Official Website: Click Here