সরকারি চাকরি ও পড়াশোনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত আসে। চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের দশ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্তে বিল পাশ হয় সংসদে। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে।
কিছুদিন আগে কেন্দ্রের এই বিলের বিপক্ষে গিয়ে আদালতে মামলা দায়ের করেন বেশ কিছু জন প্রার্থী। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনও। গত বছরের নভেম্বর মাসে একটি সিদ্ধান্ত এসেছিল তিন বিচারপতির বেঞ্চের তরফে। কিন্তু সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবেদন এগোয় পাঁচ বিচারপতির বেঞ্চে। সূত্রের খবর, আগামী ৯ই মে সেই আবেদনের শুনানি হবে।
আরও পড়ুনঃ বন সহায়ক পদে নতুন করে হবে নিয়োগ
এর আগে তিন বিচারপতির বেঞ্চ ১০৩ তম সংবিধান সংশোধনীকে গুরুত্ব দেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণের পক্ষেই রায় দেয় আদালত। কিন্তু এরপর মামলার আবেদন গড়িয়েছে। আগামী ৯ই মে তারিখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।