এক নজরে
ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। প্রতিবছরই ফিল্মফেয়ার পুরস্কার নিয়ে আগ্রহ থাকে সিনেপ্রেমীদের মধ্যে। ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024) নিয়েও দর্শকমহলে ছিল চূড়ান্ত উত্তেজনা। কোন চলচ্চিত্র, কোন কলাকুশলীরা ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024)-এ পুরস্কৃত হলেন, তা জানতে বিনোদনের খবরে চোখ ছিল সবারই। ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024) মঞ্চে কারা পুরস্কৃত হলেন জানতে চান? তবে মন দিয়ে পড়ে নিন আমাদের আজকের প্রতিবেদনটি। ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024) মঞ্চে কারা পুরস্কৃত হলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।
ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards)
ভারতের হিন্দি চলচ্চিত্র শিল্পে শৈল্পিক, প্রযুক্তিগত উৎকর্ষতাকে সন্মান করে ও শ্রেষ্ঠত্ব বিচার করে যে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়, তা ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards) নামে পরিচিত। ১৯৫৪ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা শুরু হয়েছে। ১৯৫৬ সালে এই পুরস্কারের জন্য একটি ভোটিং পদ্ধতি চালু করা হয়। তবে এই পুরস্কারের বিজয়ীরা জনসাধারণ ও অভিজ্ঞ কমিটি উভয়ের ভোটে নির্বাচিত হন।
ফিল্মফেয়ার পুরস্কার 2024 (Filmfare Awards 2024)
প্রতি বছরের রীতি মেনে ২০২৪ সালে আয়োজিত হল ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards 2024)। বছরের শুরু থেকেই ফিল্মফেয়ারের জন্য অপেক্ষায় ছিলেন বলিপাড়ার ছবি নির্মাতা থেকে কলাকুশলীরা। গত ২৭ জানুয়ারি (শনিবার) ৬৯ তম হুন্ডাই ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানটি মহা ধুমধাম সহকারে আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গুজরাটের গান্ধীনগরে। মোট ১৯ টি বিভাগের সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফিল্মফেয়ার ২০২৪ পুরস্কার। নজরকাড়া সন্ধ্যায় রেড কার্পেটে উপস্থিত হন বলিউডের খ্যাতনামা তারকারা। ফিল্মফেয়ার অনুষ্ঠানের কারণে সেদিন এক ছাদের তলায় বসে চাঁদের হাট। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিচালক ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষমান খুরানা ও মনীশ পাল। আলোক উজ্জ্বল সন্ধ্যায় সেরা শিল্পীদের হাতে উঠলো শ্রেষ্ঠত্বের শিরোপা। কারা হলেন ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024) বিজয়ী? আসুন একনজরে জেনে নেওয়া যাক।
২০২৪ সালের ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন?
ফিল্মফেয়ার ২০২৪ পুরস্কার মঞ্চে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। তিনি ‘অ্যানিম্যাল’ ছবিটিতে তাঁর অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট।
২০২৪ সালের ফিল্মফেয়ার পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
ফিল্মফেয়ার ২০২৪ (Filmfare 2024) পুরস্কারে সেরা সিনেমা (পপুলার) হল টুয়েলভথ ফেল এবং সেরা সিনেমা (ক্রিটিকস) হল জোরাম।
ফিল্মফেয়ার ২০২৪ বিজয়ী তালিকা
ফিল্মফেয়ার ২০২৪ বিজয়ী তালিকা | |
সেরা সিনেমা (পপুলার) | টুয়েলভথ ফেল |
সেরা সিনেমা (ক্রিটিকস) | জোরাম |
সেরা পরিচালক | বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) |
সেরা অভিনেতা | রণবীর কাপুর (অ্যানিম্যাল) |
সেরা অভিনেতা (ক্রিটিকস) | বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল) |
সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (রকি অউর রানি) |
সেরা অভিনেত্রী (ক্রিটিকস) | শেফালি শাহ (থ্রি অফ আস) |
সেরা সহ-অভিনেতা | ভিকি কৌশল (ডাঙ্কি) |
সেরা সহ-অভিনেত্রী | শাবানা আজমি (রকি অউর রানি) |
সেরা লিরিক্স | অমিতাভ ভট্টাচার্য (জরা হটকে জরা বাঁচকে) |
সেরা মিউজিক অ্যালবাম | অ্যানিম্যাল |
সেরা গায়ক | ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি) |
সেরা গায়িকা | শিল্পা রাও (বেশরম রং) |
সেরা গল্প | অমিত রাই (ওএমজি ২) |
সেরা চিত্রনাট্য | টুয়েলভথ ফেল |
সেরা সংলাপ | রকি অউর রানি |
ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards) FAQ
ফিল্মফেয়ার পুরস্কার কাকে বলে?
উত্তর: ফিল্মফেয়ার ফিল্ম সমালোচক ক্লেয়ার মেন্ডিয়নকার পরে প্রথম বছরের জন্য পুরস্কার টিকে ‘দ্য ক্লেয়ারস ‘ বলা হয়। পুরস্কারের 25 তম বছরের জন্য মূর্তিটিও রৌপ্য দিয়ে তৈরি করা হয়েছিল।
ফিল্মফেয়ার পুরস্কার কিভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠদের বেছে নেওয়া হয় জনসাধারণ ও বিশেষজ্ঞ কমিটির উভয়ের দ্বারা
ভোটের বিচারে।
প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সিনেমা কোনটি?
উত্তর: দো বিঘা জমিন
ফিল্মফেয়ার পুরস্কার কত প্রকার? / ফিল্মফেয়ার কি শুধু বলিউডের জন্য?
উত্তর: ফিল্মফেয়ারের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির রূপ রয়েছে। যেমন- দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ; মারাঠি সিনেমার জন্য ফিল্মফেয়ার মারাঠি পুরস্কার; বাংলা সিনেমা, অসমীয়া সিনেমা এবং ওড়িয়া সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট; পাঞ্জাবি সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পাঞ্জাবি, ইত্যাদি।
ফিল্মফেয়ার পত্রিকার সম্পাদক কে?
উত্তর: জিতেশ পিল্লাই
ফিল্মফেয়ার পুরস্কার 2024 কোথায় দেখা যাবে?
উত্তর: অনলাইনে Zee5 প্ল্যাটফর্মে ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান দেখা যাবে।