সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে মাঝেমধ্যেই আমাদের চোখে পড়ে নানান ধরণের অপটিক্যাল ইলিউশনের খেলা। এই খেলাগুলি যেমন সময় কাটানোর উপযোগী তেমনই এর দ্বারা পর্যবেক্ষণ ক্ষমতা আর মস্তিষ্কের প্রখরতা বৃদ্ধি পায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা মজার টেস্ট ভাইরাল হয়েছে। যেখানে স্ক্রিন ভরা ‘4’-এর মাঝে ইংরেজি অ্যালফাবেট ‘A’ খুঁজতে হবে দর্শকদের। অগুনতি সময় নয়। বরং ২০ সেকেন্ডের মধ্যে যদি খুঁজে পেয়ে যান, তবে আপনি যে জিনিয়াস তা মানতেই হবে।
আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলি ‘4’ পরপর সাজানো রয়েছে। আর ঠিক তার মধ্যেই এক জায়গায় লুকিয়ে রয়েছে ইংরেজি হরফের ‘A’। খেলাটিতে পাশ করতে চাইলে মন দিয়ে ছবিটিকে দেখতে হবে আপনাকে। অন্যদিকে খেয়াল রাখতে হবে সময়ের দিকে। ২০ সেকেন্ডের মধ্যেই সলভ করতে হবে এটি। আপনার হাতে থাকবে মোট দুবার চান্সে কুড়ি সেকেন্ড সময়। চলুন ‘Exam Bangla’-এর পাতায় এ খেলায় অংশ নেওয়া যাক।
আপনার সময় শুরু হল এখন..
10
9
8
7
6
5
4
3
2
1
প্রথম ১০ সেকেন্ডে যদি খুঁজে না পান, তবে পরের দশ সেকেন্ডের মধ্যে ধাঁধা সলভের চেষ্টা করুন।
আপনার সময় শুরু হল এখন..
10
9
8
7
6
5
4
3
2
1
আপনার কুড়ি সেকেন্ড সময় শেষ হয়েছে। এর মধ্যে যদি আপনি ‘A’ কে খুঁজে পেয়ে গিয়ে থাকেন তবে নিঃসন্দেহে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। আর যদি আপনি না পেয়ে থাকেন তবে সূত্র মিলিয়ে নিতে পারেন। আপনার জন্য রইল হিন্ট। দেখুন স্ক্রিনে সাজানো পরপর ‘4’ চারের সারির মধ্যে তৃতীয় সারির নীচের দিকে লুকিয়ে ছিল ‘A’। তাহলে খুঁজে পেলেন তো? প্রথমেই কিন্তু সূত্র মেলাবেন না। কারণ নিজে নিজে খুঁজে পেলে তবেই আপনি জিনিয়াস।