চাকরির খবর

খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন ৪০ হাজার টাকা

Advertisement

ভারতীয় খাদ্য সুরক্ষা দপ্তরে বিভিন্ন জোনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। Advt. No 02 /2022-FCI Category-II

জোনের নাম- নর্থ জোন।
মোট শূন্যপদ- ৩৮ টি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- ম্যানেজার (জেনারেল), ম্যানেজার (ডিপোট), ম্যানেজার (মুভমেন্ট), ম্যানেজার (একাউন্টস), ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ারিং), ম্যানেজার (ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), ম্যানেজার (হিন্দি)।
বয়স- ০১/০৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র ম্যানেজার (হিন্দি) পদে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

জোনের নাম- সাউথ জোন।
মোট শূন্যপদ- ১৬ টি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- ম্যানেজার (জেনারেল), ম্যানেজার (ডিপোট), ম্যানেজার (একাউন্টস), ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ারিং), ম্যানেজার (হিন্দি)।
বয়স- ০১/০৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র ম্যানেজার (হিন্দি) পদে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি চাকরির খবর দেখে নিন

জোনের নাম- ওয়েস্ট জোন।
মোট শূন্যপদ- ২০ টি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- ম্যানেজার (জেনারেল), ম্যানেজার (ডিপোট), ম্যানেজার (একাউন্টস), ম্যানেজার (টেকনিক্যাল)।
বয়স- ০১/০৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

জোনের নাম- ইস্ট জোন।
মোট শূন্যপদ- ২১ টি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- ম্যানেজার (জেনারেল), ম্যানেজার (ডিপোট), ম্যানেজার (মুভমেন্ট), ম্যানেজার (একাউন্টস), ম্যানেজার (টেকনিক্যাল)।
বয়স- ০১/০৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

জোনের নাম- নর্থ ইস্ট জোন।
মোট শূন্যপদ- ১৮ টি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- ম্যানেজার (জেনারেল), ম্যানেজার (ডিপোট), ম্যানেজার (একাউন্টস), ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ারিং), ম্যানেজার (হিন্দি)।
বয়স- ০১/০৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।কেবলমাত্র ম্যানেজার (হিন্দি) পদে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

চাকরির খবরঃ আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা নীচে পরপর দেওয়া হলো,
১) ম্যানেজার (জেনারেল)/ ম্যানেজার (ডিপোট)/ ম্যানেজার (মুভমেন্ট)- ৬০ শতাংশ নম্বরসহ যেকোনো শাখায় যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করে থাকতে হবে।
ম্যানেজার (একাউন্টস)- চ্যাটের অ্যাকাউন্টস এর কোর্স করে থাকতে হবে।।
২) ম্যানেজার (টেকনিক্যাল)- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে B.Sc কোর্স করে থাকতে হবে।
৩) ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
৪) ম্যানেজার (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)- ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
৫) ম্যানেজার (হিন্দি)- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সঙ্গে ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা প্রার্থীর পাসপোর্ট সাইজ কালার ছবি (৪.৫ সেমি × ৩.৫ সেমি) এবং প্রার্থীর স্বাক্ষর (কালো পেনে) স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়ো প্রার্থীর বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এবং হ্যান্ড রাইটিং স্ক্যান করে আপলোড করতে হবে। প্রার্থীরা কেবলমাত্র একটি জোনের যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি- জেনারেল ও ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৮০০/- টাকা জমা দিতে হবে। SC/ ST/ PwBD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইনে (RuPay/Visa/MasterCard/Maestro), নেট ব্যাঙ্কিং বা ইউপিআই (UPI) -এর মাধ্যমে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে DRDO -তে গ্রূপ-সি কর্মী নিয়োগ চলছে

নিয়োগ পদ্ধতি- ম্যানেজার (হিন্দি) পদের ক্ষেত্রে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে অনলাইন টেস্ট, ইন্টারভিউ এবং ট্রেনিংয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রশিক্ষণের সময়কাল- নিয়োগের আগে ৬ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে ৪০,০০০ টাকা পাবেন।
আবেদনের শেষ তারিখ- ২৬ শে সেপ্টেম্বর, ২০২২

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles