এক নজরে
১৯৩২ সালে জন্মগ্রহণ করা ভারতের এক উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান, তিনি আর কেউ নন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী তথা শিক্ষাবিদ মনমোহন সিংহ। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৯২ বছর বয়সে গতকাল রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আজ তাঁর জীবন পুস্তিকার বিভিন্ন পাতা উল্টে দেখবার সময়।
মনমোহন সিং ভারতের কত তম প্রধানমন্ত্রী ছিলেন?
মনমোহন সিংহ (২৬ সেপ্টেম্বর ১৯৩২ – ২৬ ডিসেম্বর ২০২৪) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের ১৩ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ১৯৯৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মনমোহন। চলতি বছরের শুরুর দিকেই রাজ্যসভা থেকেও অবসর গ্রহণ করেন তিনি।
১৯৯১ সাল থেকেই রাজ্যসভার সংসদ হিসেবে মনোনীত হন মনমোহন সিংহ। তখনকার প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের একটা মাত্র ফোন কলে বদলে যায় তার জীবনের দিশা। পিভি নরসিমহা রাওয়ের আমলেই তিনি নিযুক্ত হন ভারতের অর্থমন্ত্রী হিসাবে। এই পদের শপথ গ্রহণের পর থেকেই আমূল পরিবর্তন ঘটে ভারতের অর্থনৈতিক কাঠামোয়। প্রায় দেউলিয়া হতে চলা দেশের ভারসাম্য রক্ষা করার বিরাট দায়িত্ব ছিল তার মাথার উপর। সেই কারণে অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়েই নতুন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী মনমোহন সিংহ। বরাবরই কম কথার মানুষ মনমোহন সিংহ তার রাজনৈতিক জীবনে ভারতের অর্থনৈতিক সংস্কারের কাণ্ডারী ছিলেন। পরবর্তী সময় তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর থেকে দেশের প্রধান মুখপাত্র হয়ে ওঠেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবদান
ভারতের অর্থনীতিতে মনমোহন সিংহের অবদান অনস্বীকার্য। বিদেশি পণ্যের শুল্ক কমিয়ে পণ্য আমদানিকে সহজতর করেছিলেন তিনি। যার কারণে ভারতের বিভিন্ন শিল্পে অগ্রগতি ঘটেছে। এছাড়াও বিদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়া, লাইসেন্স রাজের নিষ্পত্তি, আয়কর সংস্কার ইত্যাদি তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলির মধ্যে অন্যতম। তার প্রধানমন্ত্রী পদের অবসানের ঠিক আগের বছরে অর্থাৎ ২০১৩ সালে দেশে খাদ্য সুরক্ষা আইনের সূচনা করেন তিনি। তারপর থেকেই দেশের দুই তৃতীয়াংশ অনাহারে থাকা মানুষদের খাদ্য সুরক্ষা প্রদান করে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ ভারতের প্রধানমন্ত্রী তালিকা, দেখে নিন একনজরে
উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার ছিলেন মনমোহন সিংহ। বৃহস্পতিবার নিজের বাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর AAIMS হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। ২০২১ সালে করোনার প্রকোপ থেকে রক্ষা পেলেও এবারে আর চিকিৎসকেরা শেষ রক্ষা করতে পারলেন না। রাত ৯টা ৫১ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ভারতের বিশ্বায়নের মুখ’ মনমোহন সিংহ। ভারতের রাজনৈতিক এই প্রতিভার জীবনাবসানে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুনঃ কলকাতার ট্রামের ইতিহাস, জানুন কলকাতা ট্রামের অজানা তথ্য