জাতীয় শিক্ষানীতি (NEP ২০২০) তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালুর কথা বলে। পশ্চিমবঙ্গে এই চার বছরের স্নাতক কোর্স চালু হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে অনেকদিন। সম্প্রতি এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আর এবার চার বছরের স্নাতক কোর্সের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিল শিক্ষা দফতর।
এদিন বুধবার শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে আর তিন বছর নয় বরং চার বছরে স্নাতক হবেন পড়ুয়ারা। চার বছরের স্নাতক কোর্সে পড়ুয়ারা গবেষণায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নিয়ম কার্যকর হবে। নিয়ম লাগু হতে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকেই। অর্থাৎ এবছরের উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা নিয়মের আওতায় পড়বেন।
আরও পড়ুনঃ রাজ্যে ১ লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই কি চার বছরের স্নাতক কোর্স আনা হল? সংশ্লিষ্ট বিষয়ে এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতিকে সম্পূর্ণরূপে মেনে নয় বরং ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে চার বছরের স্নাতক কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি, শিক্ষামন্ত্রী জানান কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া এখনই চালু হচ্ছে না। তাই অনলাইনে পুরনো পদ্ধতিতে কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, এতদিন ধরে তিন বছর নাকি চার বছরের স্নাতক কোর্সে পড়াশোনা হবে তা নিয়ে ধন্দে ছিলেন পড়ুয়ারা। তবে এবার শিক্ষা দফতরের নির্দেশ মিলতে জল্পনা কাটলো বলেই মনে করা হচ্ছে।