অন্যান্য খবর

4 Years Graduation | চার বছরের স্নাতক কোর্সে ইন্টার্নশিপের সুযোগ? সবাই এই সুযোগ পাবেন

Advertisement

অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম। তিন বছরের পরিবর্তে এবার চার বছরে স্নাতক হবেন পড়ুয়ারা। তবে চাইলে মাঝপথেও থাকছে কোর্স ছাড়ার সুযোগ। মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন রাখা হয়েছে নয়া গ্র্যাজুয়েশন সিস্টেমে। পাশাপাশি গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ থাকছে নয়া স্নাতক কোর্সে পঠনপাঠনরত পড়ুয়াদের জন্য।

এর আগেই জানানো হয়েছিল, বাস্তব কাজের জগতের সঙ্গে পড়ুয়াদের পরিচয় ঘটানো, তাঁদের স্বাবলম্বী করে তোলা ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে ইন্টার্নশিপ আবশ্যক করা হবে স্নাতক স্তর থেকেই। পাশাপাশি, শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কে অবহিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। নয়া স্নাতক কোর্সে পঠনপাঠনরত পড়ুয়াদের কোনো ফার্ম, শিল্প সংস্থা, গবেষণাগারে গবেষকদের সাথে যুক্ত করা হবে। তাছাড়া, গ্রীষ্মকালীন সময়ে একটি ৪ ক্রেডিট ওয়ার্ক ভিত্তিক লার্নিং ইন্টার্নশিপ করানোর কথাও জানানো হয়েছিল। যাকে ‘সামার ইন্টার্নশিপ’ বলে উল্লেখ করা হচ্ছে। এর দরুণ শিক্ষার্থীরা যে উপকৃত হবেন তা ধারণা করাই যায়। পাশাপাশি, ‘ইন্টার-ডিসিপ্লিনারি কোর্সের’ সুযোগ সুবিধা পাবেন গ্র্যাজুয়েশন স্তরের ছাত্রছাত্রীরা।

আরও পড়ুনঃ 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কবে থেকে চালু হবে?

উচ্চ শিক্ষা দফতরের অ্যাডভাইসারি অনুসারে জানা যায়, আগামী ১ জুলাই ২০২৩ থেকে শুরু হচ্ছে কলেজগুলির স্নাতকে ভর্তির প্রক্রিয়া। প্রতিটি কলেজ নিজ নিজ মতো করে ভর্তি প্রক্রিয়া চালাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে। ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে মেধাতালিকা। সব কিছু ঠিক থাকলে অগাস্ট মাসের ১ তারিখ থেকেই নয়া স্নাতক কোর্সের ক্লাস শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

চার বছরের স্নাতক কোর্সে কিভাবে মিলবে ইন্টার্নশিপের সুযোগ

Related Articles