শিক্ষার খবর

রাজ্যে চালু হতে চলেছে নয়া স্নাতক কোর্স! তিনের পরিবর্তে চার বছরের স্নাতক পড়বেন পড়ুয়ারা

Advertisement

জাতীয় শিক্ষা নীতি মেনে রাজ্যে চার বছরের স্নাতক কোর্স চালু হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছিল। এহেন বাতাবরণে এবার চার বছরের স্নাতক কোর্স প্রসঙ্গে মতামত জানিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট সিস্টেম চালু করা হবে যাদবপুরে।

গত বৃহস্পতিবার যাদবপুরে জয়েন্ট ফ্যাকাল্টি মিটিং আয়োজন করা হয়েছিল। মিটিং অনুষ্ঠিত হয় কলা ও বিজ্ঞান বিভাগের শাখাকে নিয়ে। এই মিটিংয়ের পরই বিশ্ববিদ্যালয়ের তরফে নয়া স্নাতক কোর্স সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি জানিয়েছেন চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স স্ট্রাকচার গঠন করবে যাদবপুর। কিছু অদলবদল করে ক্রেডিট সিস্টেম ফ্রেমওয়ার্ককে অনুসরণ করা হবে। সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণের পথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ রেলযন্ত্রাংশ তৈরির কারখানায় কর্মী নিয়োগ

এবার থেকে যাদবপুরের পড়ুয়াদের তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক পাঠ্যক্রমে পড়াশোনা করতে হবে। এই নয়া স্নাতক কোর্স প্রোগ্রামের নিয়মগুলির মধ্যে অন্যতম ছিল, পড়ুয়ারা যখন তখন এন্ট্রি ও এক্সিট সুবিধা পাবেন। তবে যাদবপুরের তরফে জানানো হয়েছে, উপযুক্ত পরিকাঠামো না থাকায় এখনই এই এন্ট্রি ও এক্সিট সিস্টেমটা রাখা হচ্ছে না সেখানে। প্রসঙ্গত, যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও চার বছরের স্নাতক কোর্স প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে এই নয়া স্নাতক কোর্স সম্বন্ধে সিদ্ধান্ত নিতে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছিল।

নয়া স্নাতক কোর্স

Related Articles