শিক্ষার খবর

আসন্ন শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক কোর্স রাজ্যে! প্রস্তুতি শুরু করলো শিক্ষা দফতর

Advertisement

জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020 অনুসারে রাজ্যে চার বছরের স্নাতক কোর্স চালু হবে কি হবে না তা নিয়ে বিতর্ক চলছেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গড়ে মতামত নেওয়া হবে। ইতিমধ্যে সূত্রের খবর, সব ঠিক থাকলে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম। আর তারই আগাম প্রস্তুতি শুরু করেছে শিক্ষা দফতর।

সূত্রের খবর, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সাথে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়। এই বৈঠকে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। বৈঠক চলাকালীন নয়া বিধির প্রয়োগ কার্যকরের কথা উঠলে অধ্যক্ষদের একাংশ পরিকাঠামোর অভাবের কথা জানান। এছাড়া নয়া বিধি চালুর আগে যে বেশ কিছু কর্মশালার প্রয়োজন আছে তারও প্রস্তাব দেন কেউ কেউ। বৈঠকের পরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির তরফে এ বিষয়ে আশ্বাস মেলার খবর এসেছে। বৈঠক শেষে অধ্যক্ষেরা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে তিন বছরের পরিবর্তে চার বছরের পাঠ্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশেই হচ্ছে চাকরি

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে চার বছরের স্নাতক পাঠ্যক্রম কিভাবে কার্যকর করা যেতে পারে সে বিষয়ে মতামত দিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির নেতৃত্বে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। শিক্ষামন্ত্রী জানান, কমিটির রিপোর্ট বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার রাজ্যের অন্দরে প্রস্তুতি শুরু হতে মনে করা হচ্ছে অতি শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে।

চার বছরের স্নাতক কোর্স

Related Articles