গত ২৩ শে ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। জানা যাচ্ছে এদিন প্রশ্নপত্রে গ্রাফ পেপার দেওয়ার উল্লেখ থাকলেও পরীক্ষার্থীদের গ্রাফ দেওয়া হয়নি পর্ষদের তরফে। আর এই নিয়েই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
জানা যাচ্ছে, এদিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে ১৫ এর ২ নম্বরের প্রশ্নে সমীকরণের সমাধানের জন্য স্পষ্ট উল্লেখ ছিল গ্রাফ পেপার দেওয়ার কথা। এদিকে বাস্তবে তা হয়নি। সূত্রের খবর, এরপর মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশ্নপত্রে ১৫ এর ২ নম্বরের প্রশ্নের জন্য আলাদা করে গ্রাফ পেপার দেয়নি বোর্ড। এই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের উত্তরপত্রের সাদা পাতায় আঁকতে হবে। এক্ষেত্রে আলাদা করে গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নেই। এবং গত কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশ হবে জেনে নিন
এছাড়া ঘটনা প্রসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যদি ওই প্রশ্নের জন্য সঠিকভাবে উত্তর দেন তবে গ্রাফ না আঁকলেও পুরো নম্বর পাবেন। পর্ষদের বক্তব্য শুনে কিছুটা স্বস্তি মিললেও সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি রয়েই যাচ্ছে। ইতিমধ্যে পর্ষদ সভাপতি জানিয়েছেন, উপপরীক্ষা সচিবের থেকে এ নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।