চাকরির খবর

সিভিক ভলান্টিয়ারদের পুলিশের চাকরি, জানালেন খোদ মুখ্যমন্ত্রী!

Advertisement

গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিল পশ্চিমবঙ্গ সরকার। দক্ষ ও উপযুক্ত সিভিক ভলান্টিয়ারদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের। সূত্রের খবর, সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই একটি প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রস্তাবে তিনি জানান, কোনোও সিভিক ভলান্টিয়ার যদি ভালো করেন তবে তাঁকে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হবে।

সূত্রের খবর, গোটা বিষয়টির জন্য তিনটি শর্তের উল্লেখ করা হয়েছে। যেমন, প্রথম সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতির ক্ষেত্রে মূল্যায়ন হবে তাঁদের কাজের যোগ্যতা ও প্রতিটি কাজ তাঁরা কতটা সঠিকভাবে করছেন তার উপর। দ্বিতীয় সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি নির্ভর করছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশের উপর। এই দায়িত্ব থাকবে জেলা পুলিশ সুপারের ওপর। আর তৃতীয়, যে সমস্ত জায়গায় থানার কনস্টেবল পদ খালি রয়েছে সেখানে মূলত এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমানে গোটা বিষয়টির ভাবনাচিন্তার দায়ভার সরাষ্ট্র দফতরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

রাজ্যে বহু ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি হচ্ছে। ফলে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। আর এই শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থী নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। এ বিষয়ে ভাবনাচিন্তার পরামর্শ সরাষ্ট্র দফতরকে দেওয়া হয়েছে। সূত্রের খবর, গোটা বিষয়টি বর্তমানে ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে। এ নিয়ে কোনোও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট প্রস্তাবটি যদি কার্যকর হয় তবে দক্ষ সিভিক ভলান্টিয়ারদের জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

join Telegram

Related Articles