উৎসবের মরশুমে পকেট ভরতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে মোদি সরকার। বেশ কিছু মাস ধরেই এ বিষয়ে আলোচনা চললেও এখনও সরকার তরফে ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে খবর মিলছে, সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে ডিএ বৃদ্ধির সুখবর। আর ডিএ বৃদ্ধি পেলে একলাফে বেতন বৃদ্ধি পাবে কর্মীদের।
বছরে দুবার মহার্ঘ ভাতার হার সংশোধন করে মোদী সরকার। একবার বছরের শুরুতে জানুয়ারি মাসে। আর অপরবার জুলাই মাসে। এ বছরের জানুয়ারির সংশোধনী অনুসারে বর্ধিত ডিএ পৌছয় ৪২ শতাংশে। আপাতত খবর মিলছে, জুলাইয়ের সংশোধনীতে আরও তিন শতাংশ ডিএ বাড়াবে মোদি সরকার। অতএব বর্ধিত ডিএ-এর হার হবে ৪৫ শতাংশ। হিসেব বলছে, একজন কর্মী যদি বর্তমানে ১৮ হাজার টাকা বেতন পান, তবে ৪৫ শতাংশ বর্ধিত ডিএ অনুসারে তাঁর বেতনের সঙ্গে যুক্ত হবে আরও সাত থেকে আট হাজার টাকা। আবার যদি, কারোর বেতন হয় ৫৬ হাজার টাকা তবে বর্ধিত ডিএ অনুযায়ী তিনি পাবেন বার্ষিক ২৭ হাজার টাকা।
আরও পড়ুনঃ পুজোর আগেই খুশির খবর পাবেন সরকারি কর্মীরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণা শোনার জন্য অপেক্ষায় দিন কাটাচ্ছেন। চলতি অগাস্ট মাসের শেষে রাখী পূর্ণিমা। সূত্রের খবর, রাখী উৎসবের পরপরই ডিএ বাড়ানোর ঘোষণা শোনাবে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, পুজোর আগেই বাড়বে ডিএ। এ প্রসঙ্গে আলোচনা চললেও এখনও সরাসরি ঘোষণা আসেনি। তবে আর কিছুদিনের মধ্যেই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।