আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। এ বছর অক্টোবরের মাঝামাঝি পড়েছে দূর্গোৎসব। অতএব, সেই সময় থেকে একটানা ছুটি পাবেন কর্মীরা। তাছাড়া দীপাবলি, ভাইফোঁটা-সহ একাধিক অনুষ্ঠান থাকায় পরপর রয়েছে একাধিক ছুটির হাতছানি। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে দেশের ব্যাঙ্কগুলি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সাপ্তাহিক ছুটি রবিবার দিন তাঁদের পরিষেবা বন্ধ রাখে। তাছাড়া চলতি মাসগুলির হিসেব বলছে, পুজোর আগেই মোট ষোলো দিনের ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা।
অগাস্ট মাস প্রায় শেষের মুখে। সেপ্টেম্বর থেকে দিন হিসেব করা হলে পুজোর আগে পর্যন্ত একগুচ্ছ ছুটি পাবেন দেশের ব্যাঙ্কগুলিতে কর্মরত কর্মীরা। আরবিআইয়ের তরফে প্রকাশিত নির্দেশিকা বলছে, সমস্ত সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশী ও সমবায় ব্যাঙ্কগুলি স্থানীয় উৎসবগুলির পাশাপাশি জাতীয় ও স্থানীয় ছুটির দিন বন্ধ থাকবে। অতএব ছুটির দিনগুলি এড়িয়েই ব্যাঙ্কে যেতে হবে দেশের নাগরিক দের। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা, নেট ব্যাঙ্কিং, এটিএম, ইউপিআই চালু থাকবে। আসুন একনজরে দেখে নিই কোন কোন দিনগুলোতে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ এবার থেকে অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা
সেপ্টেম্বর মাসের ৩ তারিখ- রবিবার,৬ ও ৭ তারিখ-জন্মাষ্টমী, ৯ তারিখ- দ্বিতীয় শনিবার, ১০ তারিখ-রবিবার উপলক্ষে বন্ধ থাকছে ব্যাঙ্ক। এরপর ওই মাসের ১৭ তারিখ- রবিবার, ১৮ তারিখ- বিনায়ক চতুর্থী, ১৯-২০ তারিখ- গণেশ চতুর্থী, ২২ তারিখ- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, ২৩ তারিখ-চতুর্থ শনিবার ও মহারাজা হরি সিংয়ের জন্মদিন, ২৪ তারিখ- রবিবার ও ২৫ তারিখ- শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী থাকার কারণে ছুটি থাকছে। এছাড়াও, ২৭ তারিখ- মিলাদ-ই-শরিফ, ২৮ তারিখ- ঈদ-ই-মিলাদ-উন-নবী, ও ২৯ তারিখ দেশের কিছু প্রান্তে ঈদ-ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি দেওয়া হচ্ছে। সর্বমোট ষোলো দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। তবে একথা খেয়াল রাখতে হবে, উল্লিখিত প্রত্যেকটি দিন দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে না। স্থানীয় উৎসবগুলির কারণে সেই স্থান কেন্দ্রীক ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।