দেশের মেয়েদের উন্নতির স্বার্থে একাধিক প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের জন্ম থেকে পড়াশোনার অগ্রগতিতে যাতে কোনোও সমস্যা না আসে তার জন্য নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যের তরফেও মেয়েদের জন্য বেশ কিছু প্রকল্পের চালু হয়েছে। তেমনই একটি প্রকল্প হল ‘আপকি বেটি হামারি বেটি’ প্রকল্প। হরিয়ানা সরকারের তরফে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পে একটি পরিবারে কন্যা শিশুর জন্ম হলে সরকার ২১ হাজার টাকার আর্থিক সহায়তা করে।
‘আপকি বেটি হামারি বেটি’ প্রকল্প
হরিয়ানা রাজ্যের সরকারের তরফে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে দারিদ্রসীমার নিচে বাস করা মানুষ ও সমাজের অনগ্রসর জাতির পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে সরকার একুশ হাজার টাকার আর্থিক সহায়তা করবে। মেয়ের যখন আঠেরো বছর বয়স হবে, তখন প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলতে পারবে পরিবার। প্রকল্পে সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই হরিয়ানা রাজ্যের অধিবাসী হতে হবে। ২০১৫ সালের পর জন্ম হওয়া হরিয়ানার কন্যা সন্তানেরা প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের আবেদন জানাতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘স্কিম ফর চাইল্ড’।অপশনে ক্লিক করে ‘আপকি বেটি হামারা বেটি’ প্রকল্পে আবেদন জানানো যাবে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ
প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশের মধ্যে হরিয়ানা কন্যা ভ্রূণ হত্যার তালিকায় উপরের দিকে অবস্থিত। এই রাজ্যে রেকর্ড হারে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার। এই অনৈতিক ঘটনার রেশ টানতে হরিয়ানার মহিলা ও বিকাশ মন্ত্রণালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিঙ্গ বৈষম্য ও করে কন্যা ও পুত্র সন্তানের বিভেদ দুর করে সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে হরিয়ানা সরকারের। আর সেই লক্ষ্যেই চালু করা হল ‘আপকি বেটি হামারা বেটি’ প্রকল্প।