ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গৃহীত হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার দেশে থেকেই বিদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশী খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতের মাটিতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে অক্সফোর্ড, ইয়ালের মতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলি।
অধিকাংশ শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে খ্যাতনামা বিদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়ে পঠনপাঠনে অংশগ্রহণ করা। তবে দেখা যায় অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয়ে ওঠে না। তবে দেশের মাটিতে এই ইউনিভার্সিটিগুলির ক্যাম্পাস চালু হলে তা কার্যত বহু শিক্ষার্থীর কাছেই স্বপ্নপূরণের সামিল। এই সমস্ত দিকগুলি চিন্তা করেই এবার পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যে ক্যাম্পাস নীতি নির্ধারণের বিষয়ে খসড়া প্রস্তুত শুরু করেছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি)। কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতির ভিত্তিতে সংশ্লিষ্ট খসড়ার নিয়মাবলী প্রস্তুত করা হচ্ছে। সূত্রের খবর, খসড়ার বিষয়ে স্টকহোল্ডারদের প্রতিক্রিয়া জানতে চেয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে।
চাকরির খবরঃ কলকাতা ট্রাফিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ
সূত্রের খবর, বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির ভারতে আসার ক্ষেত্রে ইউজিসির সিদ্ধান্তকে অনিবার্য করা হয়েছে। ইউজিসির অনুমোদন ছাড়া কোনও বিদেশী বিশ্ববিদ্যালয়কেই ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হবে না। এছাড়া ভারতবর্ষে ক্যাম্পাস ওপেনিংয়ে আগ্রহী বিদেশী বিশ্ববিদ্যালয়গুলিকে নিজ দেশে স্বনামধন্য হতে হবে সাথে সমগ্র বিশ্বের প্রথম ৫০০টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। এর সাথে আরও বেশ কিছু শর্ত মেনে তবেই বিদেশী বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস স্থাপনের সুযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।