চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি স্কুলের হোস্টেলে গ্ৰুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। স্কুল কলেজের হোস্টেলে কাজ করার স্বপ্ন দেখেন যারা, তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ খুশির খবর বটেই। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বয়েজ ও গার্লস হোস্টেলে একাধিক বিভাগে শূণ্যপদ তৈরি হয়েছে। তবে একজন ব্যক্তি যে কোনও একটি পদেই আবেদন করতে পারবেন। কোন কোন পদের জন্য স্কুল কমিটি নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে, শূন্যপদের সংখ্যা, বেতনের পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা কত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন বিস্তারিত আলোচনা করা হলো-
পদ্গুলির বিবরণ |
---|
পদের নাম- সুপারিনটেনডেন্ট ফর গার্লস হোস্টেল (মহিলা আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাশ হলেই চলবে। বেতন- মাসিক ১৫০০০ টাকা। |
পদের নাম- সুপারিনটেনডেন্ট ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাশ হলেই চলবে। বেতন- মাসিক ১৫০০০ টাকা। |
পদের নাম- কেয়ার টেকার ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৯০০০ টাকা। |
পদের নাম- মেট্রন ফর গার্লস হোস্টেল (মহিলা আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৯০০০ টাকা। |
পদের নাম- কুক ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৭০০০ টাকা। |
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় ৪৫৯৭ শূন্যপদে গ্রূপ- সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে কীভাবে আবেদন করবেন?
পদের নাম- কুক ফর গার্লস হোস্টেল (মহিলা আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৭০০০ টাকা। |
পদের নাম- হেল্পার ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৫০০০ টাকা। |
পদের নাম- হেল্পার ফর গার্লস হোস্টেল (মহিলা আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৫০০০ টাকা। |
পদের নাম- দারোয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৬০০০ টাকা। |
পদের নাম- দারোয়ান কাম নাইট গার্ড ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর এইট পাশ যোগ্যতা থাকতে হবে। বেতন- মাসিক ৬০০০ টাকা। |
পদের নাম- কর্মবন্ধু (পার্টটাইম) ফর বয়েজ হোস্টেল (পুরুষ আবেদনপ্রার্থী লাগবে) শূন্যপদ- ১টি। শিক্ষাগত যোগ্যতা- লিখতে ও পড়তে পারার যোগ্যতা থাকা আবশ্যক। বেতন- মাসিক ৫০০০ টাকা। |
পদের নাম- কর্মবন্ধু (পার্টটাইম) ফর গার্লস হোস্টেল (মহিলা আবেদনপ্রার্থী লাগবে)
শূন্যপদ- ১টি।
শিক্ষাগত যোগ্যতা- লিখতে ও পড়তে পারার যোগ্যতা থাকা আবশ্যক।
বেতন- মাসিক ৫০০০ টাকা।
বয়স সীমা- উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১০ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে।
নিয়োগ পদ্ধতি- গার্লস হোস্টেল ও বয়েজ হোস্টেলের সুপারিনটেনডেন্ট ও কেয়ারটেকার পদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে ৬৫ নং থাকবে জেনারেল ইংরেজি, বাংলা, প্রাথমিক পাটিগণিত ও জেনারেল নলেজের উপর। ২০ নং থাকবে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব কর্ম অভিজ্ঞতার (যদি থাকে) উপর আর ১৫ নম্বরের থাকবে ইন্টারভিউ। অন্যান্য সকল পদের জন্য ২০ নম্বরের ইন্টারভিউ এবং ৩০ নাম্বার থাকবে পূর্ব-কর্ম অভিজ্ঞতার জন্য।
আবেদন পদ্ধতি- অনলাইন ওয়েবসাইট www.paschimbardhaman.gov.in থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হবে। যাবতীয় ডকুমেন্টস সহ নিম্নলিখিত ঠিকানায় (শনি, রবি ও সরকারি ছুটির দিন বাদে) আবেদন পত্রটি জমা দিতে হবে- অফিস অফ দ্যা সাব ডিভিশনাল অফিসার, দুর্গাপুর।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জানুয়ারি, ২০২৫।
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ
প্রয়োজনীয় নথিপত্র-
যে সকল ডকুমেন্ট গুলো জমা দিতে হবে সেগুলো হলো-
১) বয়সের প্রমাণপত্র
২) বাসস্থানের প্রমাণ পত্র
৩) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৪) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
৫) আবেদনকারী প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.