শিক্ষার খবর

সায়েন্স-আর্টস-কমার্স সব ক্ষেত্রেই ‘বিজ্ঞান’ ডিগ্রি! প্রস্তাবে উঠছে প্রশ্ন

Advertisement

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলে। সেই NEP অনুসারে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির তরফে বিভিন্ন ডিগ্রি কোর্সের নামের বিষয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সায়েন্স-আর্টস-কমার্স সব ক্ষেত্রেই ‘বিজ্ঞান’ ডিগ্রি, আর সেই প্রস্তাবকে ঘিরেই ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

প্রস্তাবে জানানো হয়েছে কলা (আর্টস), বানিজ্য (কমার্স), সায়েন্স (বিজ্ঞান)-সহ ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অন্যান্য যে কোনো বিভাগের পড়াশোনায় যে চার বছরের অনার্স ডিগ্রি পাওয়া যাবে, সেই প্রত্যেকটি ক্ষেত্রকেই ‘ব্যাচেলর অব সায়েন্স’ ডিগ্রি বলা যেতে পারে। আবার স্নাতকোত্তর তথা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে সব বিভাগের পড়াশোনাকে বলা যাবে ‘মাস্টার অব সায়েন্স’ ডিগ্রি। এই বিষয়টিকে ঘিরেই উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স

পাশাপাশি, নয়া স্নাতক কোর্সে থাকছে ‘মাল্টি এন্ট্রি ও এক্সিট’ অপশন। পড়ুয়ারা এক বছরের স্নাতক পড়লে পাবেন সার্টিফিকেট, দুই বছরের স্নাতক পড়লে পাবেন ডিপ্লোমা, তিন বছরের স্নাতক পড়লে পাবেন ডিগ্রি। আর চার বছরের স্নাতক পাঠ্যক্রম ভালো নম্বরের সঙ্গে পাশ করলে পাবেন ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’। ডিগ্রির সঙ্গে ‘উইথ রিসার্চ’ কথাটি থাকবে তাঁদের জন্যই যাঁরা অনার্সের পড়াশোনায় শেষ বছরে গবেষণা করবেন। চার বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করা পড়ুয়ারা পাবেন এক বছরের স্নাতকোত্তর করার সুযোগ।

সব ক্ষেত্রেই 'বিজ্ঞান' ডিগ্রি

Related Articles