চাকরির খবর

৬৫৭০ শূন্যপদে গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগ, ১৪ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। দীর্ঘদিন ধরে যেসমস্ত চাকরিপ্রার্থীরা ভালো চাকরির খোঁজ করছেন অবশেষে তাদের জন্য সুখবর। গ্রাম স্বরাজ যোজনার অধীনে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 1092/2023/Part2/198

পদের নাম— Accountant cum IT Assistant
মোট শূন্যপদ— ৬৫৭০ টি। (UR- ১৬৪৩ টি, EWS- ৬৫৭ টি, SC- ১৩১৩ টি, ST- ১৩১ টি, EBC- ১৬৪৩ টি, EC- ১১৮৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদনকরার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বি.কম, এম.কম অথবা সিএ বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের চা বাগান দপ্তরে কর্মী নিয়োগ

গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগ

মাসিক বেতন— সরকারি পে স্কেল অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ধার্য করা হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট কোনও বয়সসীমার উল্লেখ নেই।

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সবার প্রথম নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট পোর্টালের অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১৪ মে, ২০২৪।

গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles