রাজ্যে চাইল্ড হোমে বিভিন্ন গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ক্লার্ক, ম্যানেজার, নাইট গার্ড, নার্স, আয়া সহ বিভিন্ন পদে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকারের কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিজের জেলার চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
পদের নাম- ম্যানেজার/ কো-অর্ডিনেটর
শূন্যপদ- ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর/ কম্পিউটার অপারেশন ডিপ্লোমা সঙ্গে সোশ্যাল ওয়ার্ক। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সেলিংয়ে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১৯,৫০০ টাকা।
চাকরির খবর: জাহাজ নির্মাণ কারখানায় আইটিআই পাশে চাকরি
পদের নাম- নার্স
শূন্যপদ- ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেল্প এডস কোর্স করে থাকলেও আবেদন করতে পারবেন। নার্সিং এ ডিপ্লোমা অথবা জি এন এম (GNM) নার্সিং কোর্স করে থাকলেও প্রার্থীর আবেদন করতে পারবেন। সমগোত্রীয় কোন জায়গায় দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
পদের নাম- আয়া
শূন্যপদ- মোট ৩ টি (UR- ০১,ST- ০১,OBC (A)- ০১)
বয়স- প্রার্থীর বয়স ২১ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোন পরীক্ষা। অষ্টম পাস করে থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। সমগোত্রীয় কোন জায়গায় কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
পদের নাম- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সায়েন্স -এ স্নাতক। কম্পিউটার অপারেশন এর কাজ করার দক্ষতা এবং চাইল্ড ওয়েলফেয়ার/ চাইল্ড ডেভেলপমেন্ট/ চাইল্ড কাউন্সিল এ চাইল্ড সাইকোলজি নিয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ১৯,৫০০ টাকা।
পদের নাম- স্টোর কিপার কাম একাউন্টেন্ট। এই পদের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কমার্স/ একাউন্টান্সি বিষয়ে স্নাতক। কম্পিউটার অপারেশনে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৫,৪০০ টাকা।
চাকরির খবর: ১০ হাজার শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ
পদের নাম- প্যারা মেডিকেল স্টাফ (নার্স)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং/ ফার্মাসিতে ডিপ্লোমা। সমগোত্রীয় কোন জায়গায় অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা।
পদের নাম- হাউস মাদার
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস অথবা সমতুল্য কোন পরীক্ষা। চাইল্ড কেয়ার প্রোগ্রাম/ ইনস্টিটিউশন এ চাইল্ড কেয়ার নিয়ে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতিমাসে ১২,১০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
পদের নাম- বেঞ্চ ক্লার্ক
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
বেতন- প্রতি মাসে ১৪,৭৭০ টাকা।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বেতন- প্রতি মাসে ১১,৮৮০ টাকা।
পদের নাম- কাউন্সিলর
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজিতে স্নাতক।
বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা।
চাকরির খবর: মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
পদের নাম- অর্ডারলিস (Orderlies)
শূন্যপদ- মোট ২ টি। (UR- ০১, SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস।
বেতন- প্রতিমাসে ৭০০০ টাকা।
পদের নাম- নাইট গার্ড।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস।
বেতন- প্রতি মাসে ৭০০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট ফরমেটে অ্যাপ্লিকেশন টি করতে হবে। প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, অভিজ্ঞতার সার্টিফিকেট,রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর সমস্ত কপি dswocoochbehar@gmail.com এই ইমেইল একাউন্টে পাঠাতে হবে।
লিখিত পরীক্ষা,কম্পিউটারের পরীক্ষা, ইন্টারভিউ এর তারিখ ও সময় আমাদের ওয়েবসাইটে জানানো হবে। আবেদন করা যাবে ২৫/০৬/২০২১, বিকেল ৫ টা পর্যন্ত।
চাকরির খবর: কোলফিল্ডে চাকরির সুযোগ