এক নজরে
Gushkara Mahavidyalaya Recruitment 2021: মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের কলেজে গ্রুপ-সি ও গ্রুপ-ডি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার গুসকরা মহাবিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। Gushkara Mahavidyalaya Recruitment 2021
Gushkara Mahavidyalaya Recruitment 2021
রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
ক্লার্ক (LD) Gr. C
মোট শূন্যপদ: 2 টি (UR)। Gushkara Mahavidyalaya -র Morning Section -এ 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং 1 টি Day Section -এ নিয়োগ করা হবে।
বেতন: মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা। সঙ্গে 2,600 টাকা গ্রেড পে।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে হবে।
লাইব্রেরি ক্লার্ক (Gr. C)
মোট শূন্যপদ: 1 টি (UR)
বেতন: মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা। সঙ্গে 2,600 টাকা গ্রেড পে।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে হবে।
ইলেকট্রিশিয়ান কাম-কেয়ার টেকার (Gr. D)
মোট শূন্যপদ: 1 টি।
বেতন: মূল বেতন 4,900 টাকা থেকে 16,200 টাকা। সঙ্গে গ্রেড পে 1800 টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণী পাশ। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে MS Office সফট্ওয়ারে জ্ঞান থাকতে হবে।
গার্ড (Gr. D)
মোট শূন্যপদ: 1 টি (UR- EC)
বেতন: মূল বেতন 4,900 টাকা থেকে 16,200 টাকা। সঙ্গে গ্রেড পে 1700 টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণী পাশ। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। কম্পিউটারে MS Office সফট্ওয়ারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
January Month Current Affairs Free PDF
পিওন (Gr. D)
মোট শূন্যপদ: 2 টি (UR Ex-servicemen 1 টি, OBC A 1 টি)।
বেতন: মূল বেতন 4,900 টাকা থেকে 16,200 টাকা। সঙ্গে গ্রেড পে 1700 টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণী পাশ। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। কম্পিউটারে MS Office সফট্ওয়ারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
কর্মবন্ধু
চুক্তিভিত্তিক ভাবে কর্ম বন্ধু পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: 2 টি (SC- 1, UR- 1)।
বেতন: প্রতি মাসে 3000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স সীমা
উপরোক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
কেবল গ্রুপ-সি (LD Clerk, Library Clerk) পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে -এর মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করে গুসকরা মহাবিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠাতে হবে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। আবেদনপত্রের সাথে যেসব নথিপত্র দিতে হবে সেগুলি হল- দুই কপি স্বপ্রত্যয়িত বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ভোটার কার্ড/ আধার কার্ড ইত্যাদি। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 19 ফেব্রুয়ারি, 2021 বিকেল পাঁচটা। খামের উপর লিখতে হবে “Application for the Post of…………(LD Clerk/ Library Clerk)”.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
গ্রুপ-সি পদগুলির ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Principal, Gushkara Mahavidyalaya, P.O. Guskara, Dist. Purba Bardhaman, PIN – 713128, W.B.
গ্রুপ-ডি পদগুলিতে (যেমন- ইলেকট্রিশিয়ান কাম-কেয়ারটেকার, গার্ড, পিওন, কর্মবন্ধু) আলাদা করে আবেদন করতে হবে না। এই পদগুলিতে Walk- in- Interview -এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ -এর তারিখ
গ্রুপ-ডি পদগুলিতে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রতিটি পদের ইন্টারভিউ -এর সময় সূচি নীচে দেওয়া হল-
1. পিওন/ কর্ম বন্ধু: এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে 20 ফেব্রুয়ারি, 2021 তারিখ। পিওন পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল 10 টা থেকে 11:30 পর্যন্ত। এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর 12 টা থেকে 1:30 পর্যন্ত।
2. ইলেকট্রিশিয়ান কাম-কেয়ার টেকার/ গার্ড: এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ -এর তারিখ 21 ফেব্রুয়ারি, 2021 তারিখ। ইলেকট্রিশিয়ান কাম-কেয়ারটেকার পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল 10 টা থেকে 11:30 পর্যন্ত। এবং গার্ড পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর 12 টা থেকে 1:30 পর্যন্ত।
গ্রুপ-ডি পদগুলিতে ইন্টারভিউ -এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন রিপোর্টিং টাইম অতিক্রান্ত হলে ওই প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
গ্রুপ-সি পদে নিয়োগ পদ্ধতি
গ্রুপ-সি অর্থাৎ LD Clerk ও Library Clerk পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
1. লিখিত পরীক্ষা হবে 150 নম্বরের। লিখিত পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো- comparison of mathematics, English and Mental Aptitude.
2. কম্পিউটার টেস্ট: 50 নম্বর।
3. ইন্টারভিউ: 20 নম্বর।
গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড আবেদনকারীদের ইমেইলে পাঠানো হবে।
আবেদন পত্র ডাউনলোড 👇👇👇👇
আরও পড়ুন: রাজ্যে ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের চাকরির খবর
Gushkara Mahavidyalaya Official Website- Click here