মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। প্রাপ্য না পাওয়ায় সরকারি কর্মীরা আদালতে যেতে পারেন। আদালতের দ্বারস্থ হওয়া কর্মীদের বকেয়া বেতন এবং মহার্ঘ ভাতা দেওয়া হবে না বলে জানিয়েছিল রাজ্যের সরকারি প্রতিষ্ঠান। রাজ্য সরকারি প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তর বিরুদ্ধে এবার কড়া রায় দিল আদালত। সম্প্রতি বোম্বে হাইকোর্টে চলা একটি মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন মামলার নিষ্পত্তি হওয়ার যুক্তি দেখিয়ে সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায় না সরকারি কর্মীদের।
২০২৩ সালের ২১ শে জুন তারিখে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে আদালতে বিচারাধীন মামলা সংক্রান্ত যে শর্তাবলী আরোপ করা হয়েছিল সরকারি কর্মীদের ওপর সেই শর্ত সরানোর নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জিআইডিসির বর্তমান কর্মীদের জন্য খুশির খবর দিয়েছে বোম্বে হাইকোর্ট। উচ্চ আদালত এদিন জানিয়েছে, ২০১৮ সাল থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সমস্ত কর্মচারীদের জন্য। প্রায় ৬ বছরের বকেয়া বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সমস্ত প্রাপ্য ভাতা দিতে হবে ওই সংস্থার সরকারি কর্মচারীদের।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলগুলিতে ভোকেশনাল শিক্ষক নিয়োগ হবে শীঘ্রই
বোম্বে হাইকোর্টের সংশ্লিষ্ট মামলার শুনানির ভিত্তিতে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীরা আবারও সরব হয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য বোম্বে হাইকোর্টের এই রায় ঐতিহাসিক রায়। হাইকোর্টের এই রায়ের ফলে মামলা চলাকালীন মহার্ঘ ভাতা না দেওয়ার বিষয়টি নিয়ে আর কোনো অনিশ্চয়তা রইল না। মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো মামলা দেশের যেকোনো আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া যেতে পারে। তাঁরা দাবি তুলেছেন বোম্বে হাইকোর্টের এই রায়কে অনুকরণ করে রাজ্য সরকার অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করুক।