কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গত বছর ১৪ই ডিসেম্বর হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার ভিত্তিতে সংশ্লিষ্ট ১০২ জন শিক্ষককে চাকরি থেকে অপসারিত করলো পর্ষদ। একইসাথে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। তদন্ত প্রক্রিয়ায় সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উঠছে অভিযোগ। একের পর এক অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করছে আদালত। সম্প্রতি গত বছর ডিসেম্বরের ১৪ তারিখ হাইকোর্ট বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ
হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট ১০২ জন শিক্ষককে চাকরি থেকে অপসারিত করা হচ্ছে। এই সকল শিক্ষকদের নাম, তাঁরা কোন স্কুলে কর্মরত ছিলেন, ও কবে থেকে কাজে যোগ দিয়েছিলেন তাও তালিকার মাধ্যমে জানিয়েছে পর্ষদ। একইসাথে হাইকোর্টের কোন নির্দেশের ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে, তাও উল্লেখ করা হয়েছে।
চাকরির খবরঃ মালদা মেডিকেল কলেজে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টের দ্বারস্থ হওয়া প্রার্থীদের মধ্যে ডিসেম্বরে ৫৩ জন, তারপর ১৪০ জন, তারপর ৫৯ জন আর কিছু দিন আগে ৩ জন প্রার্থীর চাকরি বাতিল করেছে আদালত। সবমিলিয়ে বাতিল হওয়া শিক্ষকদের সংখ্যা বর্তমানে ২৫৫। বাকি প্রার্থীদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে উচ্চ আদালত।