প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্ব শিক্ষক (প্যারা টিচার) দের অংশগ্রহণ নিয়ে এর আগেই কথা উঠেছিল। গত বছর ২১শে নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন পার্শ্ব শিক্ষকেরা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পরীক্ষার্থীদের একাংশ। এরপর সম্প্রতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্ব শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। তবে সাধারণভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে।
রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্যারা টিচারদের অংশগ্রহণ নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। গত বছর ২১শে নভেম্বর আবেদনের আর্জি সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা চলাকালীন সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগে প্যারা টিচারদের অংশগ্রহণের সুযোগ করে দেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে গিয়ে পরীক্ষার্থীদের একাংশ দ্বারস্থ হয়েছিল ডিভিশন বেঞ্চের। সংশ্লিষ্ট মামলায় ডিভিশন বেঞ্চ ১০ই জানুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। যার পরিপ্রেক্ষিতে রাজ্য জানায়, ওই দিন পর্যন্ত কোনোও পার্শ্ব শিক্ষকের স্থায়ীভাবে নিয়োগ হবে না।
চাকরির খবরঃ রাজ্যে স্টোর কিপার পদে কর্মী নিয়োগ
এরপর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্যারা টিচাররা অংশগ্রহণের সুযোগ থাকছে না। এ প্রসঙ্গে আদালত জানিয়েছে, পরবর্তী কোনোও নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বজায় রাখা হবে।