আগামী ১৪ই মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭শে মার্চ পর্যন্ত। সেইমতো পরীক্ষা শুরুর কিছু দিন আগে অ্যাডমিট কার্ড প্রদানের জন্য ক্যাম্প আয়োজনের কথা ছিল। আগামী ১লা মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণের উদ্দেশ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছিল। তবে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ জানিয়েছে, আগামী ৬ই মার্চ, শুক্রবার একাদশ শ্রেণী ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পের আয়োজন করা হবে।
ইতিমধ্যে সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ৬ই মার্চ, শুক্রবার আয়োজিত ক্যাম্পে বেলা এগারোটা থেকে চলতি বছরের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। ইতিমধ্যেই সংসদের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউশন সেন্টারের তালিকা আপলোড করা হয়েছে। সেই তালিকা দেখে সঠিক সময়ে ক্যাম্পে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।
উচ্চমাধ্যমিক সাজেশন 2023 PDF: Download Now
প্রসঙ্গত, জানানো হয়েছে আগামী ১লা মার্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় উচ্চমাধ্যমিকের অ্যাডমিট বিতরণের দিনক্ষণ বদল করেছে সংসদ। মাধ্যমিক পরীক্ষার আগের সূচি অনুযায়ী ১লা মার্চ মাধ্যমিক পরীক্ষা ছিল না। তবে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জেরে ২৭শে ফেব্রুয়ারির ইতিহাস পরীক্ষাটি রাখা হয় ১লা মার্চ তারিখে। আর মাধ্যমিক পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট প্রদানের দিনবদলের নির্দেশিকাটি শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।