শিক্ষার খবর

Higher Secondary Exam 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট পরিবর্তন সংসদের! জেনে নিন বিস্তারিত!

Advertisement

Higher Secondary Exam 2023: রাজ্যে আগামী ১৪ই মার্চ থেকে আয়োজিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭শে মার্চ পর্যন্ত। প্রায় ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছেন পরীক্ষায়। প্রথম থেকেই এবারের উচ্চমাধ্যমিককে সফল ভাবে পরিচালনা করতে তৎপর রাজ্য প্রশাসন। একইসাথে সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে গৃহীত হচ্ছে একাধিক পদক্ষেপ। সম্প্রতি জানা যাচ্ছে, একটি প্রশ্নপত্র ও একটিই উত্তরপত্রে এবার পরীক্ষা নেওয়া হবে। এছাড়া হোম সেন্টারের পরিবর্তে আগের নিয়ম অনুসারে বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় বহু নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগে উচ্চমাধ্যমিক প্রশ্নপত্রে পার্ট ‘এ’ ও পার্ট ‘বি’ বলে এমসিকিউ প্রশ্ন ও বড়ো প্রশ্নের জন্য ভিন্ন দুটি বিভাগ থাকতো এবং দুটি বিভাগের উত্তর লেখার পরে একসঙ্গে সেলাই করে জমা দিতে হতো পরীক্ষার্থীদের। এর জেরে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেত। তাই এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষায় একটাই প্রশ্নপত্র ও উত্তরপত্র রাখার। অর্থাৎ এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সামনের বেশ কিছু পাতা আগের থেকেই ছাপানো থাকবে। আর সেখানেই মাল্টিপল চয়েসের উত্তরগুলি লিখতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023

FB Join

এছাড়া বিগত বছরগুলিতে কোভিড পরিস্থিতি থাকায় হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার থেকে ফের পুরনো নিয়ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ পরীক্ষার্থীদের আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষা কেন্দ্রে কোভিড বিধি পালন করা হবে বলেও জানানো হয়েছে।

Related Articles