হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সম্প্রতি একটি ITI পাশে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – HAL/HD/TRG/2023/NAPS/01
পদের নাম – ELECTRONIC MECHANIC
মোট শূন্যপদ – ৭৬ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই পাশ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম – COPA
মোট শূন্যপদ – ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা – COPA/ PASSA ট্রেডে আইটিআই পাশ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম – FITTER
মোট শূন্যপদ – ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – ফিটার ট্রেডে আইটিআই পাশ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ CRPF -এ সাব ইন্সপেক্টার নিয়োগ
মাসিক ভাতা – কেন্দ্রীয় শিক্ষানবিশ আইন ১৯৬১ এর নিয়ম অনুসারে মাসিক বৃত্তি প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এক্ষেত্রে প্রার্থীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউর ঠিকানা – Auditorium, Behind Department of Training & Development, HINDUSTAN AERONAUTICS LIMITED, Avionics Division, Balanagar, Hyderabad- 500042
ইন্টারভিউ তারিখ – ১৭ মে থেকে ১৯ মে, ২০২৩।
Official Notification: Download Now
Official website: Apply Now