চাকরির খবর

কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ, ৫ আগস্ট পর্যন্ত চলবে আবেদন

Advertisement

বর্তমান সময়ে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকে। প্রশিক্ষণের পর বহু ক্ষেত্রেই স্থায়ী চাকরিতে নিয়োগ করা হয়। সম্প্রতি হিন্দুস্থান কপার লিমিটেড (HCL) মালঞ্জখন্ড কপার প্রোজেক্ট সংস্থার পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- HCL/MCP/HR/Trade App. /2023

প্রশিক্ষণের নাম- Trade Apprentices
মোট শূন্যপদ- ১৮৪ টি। (UR- ৭৭ টি, SC- ২৭ টি, ST- ১৩ টি, OBC- ৪৯ টি, EWS- ১৮ টি।)

প্রশিক্ষণ প্রাপ্তির ট্রেড- Mate (Mines), Blaster (Mines), Diesel Mechanic, Fitter, Turner, Welder (Gas & Electric), Electrician, Draughtsman (Civil, Mechanical), Computer Operator & Programming Assistant, Surveyor, AC & Refrigeration Machine, Mason (Building Constructor), Carpenter, Plumber, Horticulture Assistant, Instrument Mechanic

শিক্ষাগত যোগ্যতা- Mate (Mines) এবং Blaster (Mines) ট্রেডের ক্ষেত্রে ১০+২ সিস্টেমে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য ট্রেডগুলির ক্ষেত্রে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ১০+২ সিস্টেমে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে ডিগ্রী থাকতে হবে।

চাকরির খবরঃ জুলাই মাসের সমস্ত চাকরির খবর

বয়সসীমা- সংশ্লিষ্ট প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা ৫ বছরের এবং অন্যান্য অনগ্রসর জাতিভুক্ত প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

প্রশিক্ষণের সময়সীমা- বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা ভিন্ন। সামগ্রিকভাবে ন্যূনতম ১ বছর থেকে সর্বোচ্চ ৩ বছরের জন্য সংশ্লিষ্ট ট্রেডগুলিতে প্রশিক্ষণ দেয়া হবে।

স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিসশিপ আইন ১৯৬১ অনুযায়ী মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে নির্বাচিতদের।

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করবেন www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে। নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবেন চাকরিপ্রার্থীরা। এরপর হিন্দুস্তান কপার লিমিটেড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com -এ গিয়ে আবেদন করবেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগ পদ্ধতি- Mate (Mines) এবং Blaster (Mines) ট্রেডের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবেই মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। অন্যান্য ট্রেডের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবেই মাধ্যমিক ও আইটিআই করতে পাওয়া নম্বর দেখে। আইটিআই কোর্সের জন্য ৩০% এবং মাধ্যমিকের জন্য ৭০% ওয়েটেজ ধরা হবে। যার মেধা তালিকা প্রকাশ হবে ১৯ আগস্ট, ২০২৩ তারিখে।

কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ০৫ আগস্ট, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles