রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য খুশির খবর! রাজ্যের একটি জেলা থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলার শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর ও সদর মহকুমার অন্তর্গত ব্লক এলাকাগুলিতে আশা কর্মী (মহিলা প্রার্থী) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার জেনে নেওয়া যাক উক্তপদের ক্ষেত্রে বয়সক্রম, আবেদনের পদ্ধতি, বেতনক্রম ইত্যাদি। Hooghly District Asha Karmi Recruitment 2021
পদের নাম- আশা কর্মী (Asha Worker)
মোট শূন্যপদ- ১৬৪ টি। শ্রীরামপুর মহকুমা: ৪৪ টি, আরামবাগ মহকুমা: ৩৪ টি, চন্দননগর মহকুমা: ৩৫ টি, সদর মহকুমা: ৫১ টি।
বয়সক্রম- প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ঐ তারিখে ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উক্তপদে আবেদন করার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ, পাশাপাশি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এই পদের ক্ষেত্রে আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হলেও মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই বিচার করা হবে।
চাকরির খবরঃ রাজ্যে ব্যাংকে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে জমা দিতে হবে। সেইসঙ্গে ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে।
প্রয়োজনীয় নথিপত্র-
১) জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২) এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড।
৩) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র।
৪) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এর সেল্ফ অ্যাটেস্টেড কপি।
৫) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
রাজ্যের ২৩ টি জেলার আশা কর্মী নিয়োগের খবর
আবেদন পত্র জমা দেওয়ার তারিখ- ২২/১১/২০২১ থেকে ১৩/১২/২০২১ বেলা ১১ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া হবে, কেবলমাত্র ছুটির দিনে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
শর্তাবলী-
১) উক্ত পদে কেবলমাত্র বিবাহিত/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Latest Job Updates: Click Here
Application form:
শ্রীরামপুর: Download Now
আরামবাগ: Download Now
চন্দননগর: Download Now
সদর: Download Now