চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে ক্লার্ক ও গ্রুপ- ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক ও এইট পাশে আবেদন করুন

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। একসাথে ৫ টি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লার্ক, গ্রুপ-ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টোর কিপার, বেঞ্চ ক্লার্ক, নাইট গার্ড, কর্ম বন্ধু সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নাম সই জানা থেকে অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে। 5 টি বিজ্ঞপ্তির নোটিশ নম্বর দিয়ে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম ইত্যাদি বিষয়গুলি পর পর দেওয়া হয়েছে। আপনি যদি এইসব পদে আবেদন করতে চান তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিস নাম্বার- 488/SW-Hug
পদের নাম- কর্ম বন্ধু।
মোট শূন্যপদ- ৪ টি। (UR- 2, SC- 1, ST- 1)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের ক্ষেত্রে কোনরূপ শিক্ষাগত যোগ্যতা লাগবে না, নাম সই জানলে ও শারীরিক দিক দিয়ে ফিট থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ৩,০০০/- টাকা।

নোটিস নাম্বার- 485/SW-Hug

পদের নাম- বেঞ্চ ক্লার্ক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১৪,৭০০/- টাকা।

পদের নাম- LDC Cum Typist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১১,৮০০/- টাকা।

[quads id=10]

পদে নাম- অর্ডারলি।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৭,০০০/- টাকা।

পদের নাম- নাইট গার্ড।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৭,০০০/- টাকা।

চাকরির খবরঃ পোস্ট অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

নোটিস নাম্বার- 487/ SW-Hug

পদের নাম- ক্লার্ক কাম কম্পউন্ডার ।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীতে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।

পদের নাম- জুনিয়র সোশাল ওয়ার্কার।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীতে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।

[quads id=10]

নোটিস নাম্বার- 486/ SW-Hug
পদের নাম- আয়া।
মোট শূন্যপদ- ৩ টি। (UR- 1, SC- 1, OBC A- 1)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-ডি কর্মী নিয়োগ

নোটিস নাম্বার- 484/SW-Hug

পদের নাম- স্টোর কিপার কাম একাউন্টেন্ট।
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,৪০০/- টাকা।

পদের নাম- হাউস মাদার।
মোট শূন্যপদ- ২ টি। ( UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১২,১০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে তসর বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে তার থেকে অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ২৫ জুলাই থেকে ৯ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

Hooghly District Official Website

Official Notification-
Notice No- 488/SW-HUG: Click Here
Notice No- 485/SW-HUG: Click Here
Notice No- 487/SW-HUG: Click Here
Notice No- 486/SW-HUG: Click Here
Notice No- 484/SW-HUG: Click Here

Apply Now: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ