চাকরির খবর

৪৩৫ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, সরাসরি অনলাইনে আবেদন করুন

Advertisement

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য চারটি আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন পদ্ধতির শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী।
মোট শূন্যপদ- ৪৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। ১ এপ্রিল ২০২২, তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

শূন্যপদের বিন্যাস- শ্রীরামপুর সাব-ডিভিশন- ৯০ টি, আরামবাগ সাব-ডিভিশন- ৯৮ টি,‌ সাদর সাব-ডিভিশন- ১৩৫ টি, ও চন্দননগর সাব-ডিভিশন- ১১২ টি। আবেদনকারীকে অন্তত 5 বছর অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.hoogly.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- ১৫ অক্টোবর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা- ৩৫ নম্বরের (গনিত-১০ নম্বর, ইংরেজি- ১০ নম্বর, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান ও মর্যাদা- ১০ নম্বর , সাধারণজ্ঞান- ৫ নম্বর), পাঁচ বছরের অভিজ্ঞতা উপর প্রতি তিন বছরের জন্য ৫ নম্বর, এই ভিত্তিতে- ১০ নম্বর ও ইন্টারভিউয়- ৫ নম্বর। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে।

Official Notification-
শ্রীরামপুর সাব-ডিভিশন- Download Now
আরামবাগ সাব-ডিভিশন- Download Now
সাদর সাব-ডিভিশন- Download Now
চন্দননগর সাব-ডিভিশন- Download Now
Apply Now: Click Here

Related Articles