জেইই মেন ২০২৩ (JEE Main) সেশন ১ পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে (jeemain.nta.nic.in) গিয়ে তা দেখতে পারবেন পরীক্ষার্থীরা। একইসাথে সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ নিয়ে কোনও অভিযোগ থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্নের জন্য ২০০/- টাকা জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
জেইই মেন ‘অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানাবেন কিভাবে?
১) জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘জেইই মেন সেশন 1 অ্যানসার কি 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৪) এরপরই পরীক্ষার ‘অ্যানসার কি’ টি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ
৫) এবার যে প্রশ্নের জন্য চ্যালেঞ্জ জানাতে চান সেই প্রশ্নটি নির্বাচন করতে হবে।
৬) প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উক্ত প্রশ্নটি জমা দিতে হবে।
৭) এরপর চ্যালেঞ্জ জানানোর জন্য বরাদ্দ মূল্যটি জমা দিতে হবে।
৮) এবার ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ
জানুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হয়েছিল জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১, জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ। সারা দেশের ২৯০টি শহর সহ দেশের বাইরে ১৮টি শহরে জেইই মেন পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। এবার জেইই মেন এর উত্তরপত্র প্রকাশ করে সে বিষয়ে পরীক্ষার্থীদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, জেইই মেন সেশন ২ এর পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ।