রাজ্যের ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং (D.I.E.T)- এর তরফে বেঙ্গলি, এডুকেশন, সোশ্যাল সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- গেস্ট লেকচার।
যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে- এডুকেশন, বেঙ্গলি, সোশ্যাল সাইন্স (হিস্ট্রি/ জিওগ্রাফি), হেলথ এন্ড ফিজিকেল এডুকেশন, ফাইন আর্টস ও মিউজিক এই বিষয়গুলির ওপর গেস্ট লেকচার নিয়োগ করা হবে।
বেতন- প্রতি ক্লাস পিছু ৪০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
চাকরির খবরঃ সরকারি হাসপাতালে গ্রুপ- ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- District Institute of Education and Training (DIET), jagatballavpur, Howrah, 711408
আবেদনের শেষ তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here