রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়াতে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ।
মোট শূন্যপদ- ৯ টি। (Gen-1, Gen EWS-3, Gen ESM-1, OBC-3, ST-1)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে এইট পাশে পিওন নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। পরে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of ____________(পদের নাম) Category___________(Gen/Gen EWS/ Gen ESM/ OBC/ ST)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- H,Q Bengal Sub Area, 246 AJC Bose Road, Alipore, Kolkata- 700027
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- (২ ডিসেম্বর, ২০২২) বিজ্ঞপ্তি প্রকাশ করার ২১ দিনের মধ্যে।
চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ নিয়োগ
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- HQ Eastern Command, Fort William, Kolkata
Official Notification: Download Now
Official Website: Click Here