Southern Command এর হেডকোয়ার্টারে বিভিন্ন গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আরো অন্যান্য তথ্য জানাতে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম- বারবার।
মোট শূন্যপদ- ১২ টি। (UR- ৭টি, SC- ২টি,OBC- ৩টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- চৌকিদার।
মোট শূন্যপদ- ৪৩ টি। ((UR- ১৯টি, SC- ৫টি,OBC- ৯টি,EWS- ১০টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- উপরুক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ চলছে
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে কেবলমাত্র রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF _____________’ (কোন পদের জন্য আবেদন করছেন)।
আবেদন ফি- পোস্টাল অর্ডার হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে ডিসচার্জ বুক এবং PPO
৭) ইন্ডিয়ান পাসপোর্ট।
চাকরির খবরঃ রাজ্যে জেলা দপ্তরে ভলেন্টিয়ার নিয়োগ
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- HQ Sourthen Command এর অন্তর্গত যেকোনো AMC ইউনিটে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- HQ Sothern Command C/o, 4012 Field Hospital, C/o 55 APO, Pin- 904012
আবেদন করার শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
Official Notice: Download Now
Daily Job Update: Click Here
Join Telegram: Click Here