রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে রাজ্যের কয়েক হাজার পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী। বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। কঠোর ব্যবস্থার মাঝেও ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
মাধ্যমিক শেষ হলেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এবারের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে বিশেষ কোডের ব্যবহার করতে চলেছে শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্রে এই বিশেষ কোড উল্লেখ থাকবে। প্রশ্নপত্রে উল্লেখ থাকা কোডটি পরীক্ষার উত্তরপত্রে লিখতে হবে পরীক্ষার্থীদের। বলাবাহুল্য প্রত্যেক পরীক্ষার্থীর কোড হবে আলাদা অর্থাৎ একজন পরীক্ষার্থীর অন্য পরীক্ষার্থীর সঙ্গে এই কোডের মিল থাকবে না।
আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৪ ইতিহাস প্রশ্নপত্র ডাউনলোড করুন
প্রশ্ন ফাঁস রুখতে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার খাতায় প্রশ্নপত্রের কোডটি লিখতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষকরা খাতা সই করার সময় এই কোডটি মিলিয়ে দেখবেন। যদি কোন পরীক্ষার্থী এই কোড খাতায় ভুল লিখে থাকেন সেক্ষেত্রে তাকে আবার সংশোধন করে কোডটি লিখতে হবে। এরপর কোন প্রশ্নপত্র যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাহলে উত্তরপত্রে লিখিত কোডের সঙ্গে সেই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের কোড মিলিয়ে দেখা হবে। যে পরীক্ষার্থীর কোড ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলে যাবে সেই পরীক্ষার্থীর জন্য শাস্তি মূলক ব্যবস্থা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।