প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025; টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন টি প্রস্তুত করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025
যেকোনো বিষয় ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী। তবে বিগত কয়েক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সাজেশনে সংযুক্ত করা হয়েছে। HS History Suggestion 2025 PDF [Download]
অধ্যায় অনুযায়ী প্রশ্নের সাজেশন দেওয়া হলো। এইসব প্রশ্নগুলি না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। তাই প্রতিটি প্রশ্ন ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে।
১ম অধ্যায়ঃ অতীতকে স্মরণ
১) পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী?
২) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
৩) আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
২য় অধ্যায়ঃ উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার
১) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো।
২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।
৩) উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো।
৩য় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন ২০২৫, কোন কোন দিন ছুটি আছে দেখে নিন সম্পূর্ণ তালিকা
১) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।
২) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।
৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪) পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
৫) চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো।
৬) বাংলার সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো।
৪র্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
১) ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতা/ব্যর্থতার কারণগুলি আলোচনা ক
২) আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩) চিনের ৪ঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।
৪) ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের অবদান সম্পর্কে আলোচনা করো।
৫) পচিনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটা টীকা লেখ।
৬) ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।
৫ম অধ্যায়ঃ উপনিবেশিক ভারতের শাসন
১) ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো।
২) লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
৩) মিরাট ষড়যন্ত্র মামলার (১৯২৯) প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলাটির পরিণতি কী হয়েছিল?
৪) বাংলায় ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল?
৫) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?
৬) ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
৬ষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ
১) হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
২) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।
৩) ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
৪) মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল? এই পরিকল্পনার ফল কী ছিল?
৭ম অধ্যায়ঃ ঠান্ডা লড়াইয়ের যুগ
১) ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই -এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।
২) সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল? অথবা, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো।
৩) ১৯৫০ -এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চিনের প্রভাব নিরূপণ করো।
৪) জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।
৮ম অধ্যায়ঃ অব-উপনিবেশীকরণ
১) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।
২) অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো।
৩) স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো। অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?