এক নজরে
উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন 2024: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 PDF। 2024 সালের উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুষ্টি বিজ্ঞান বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই পুষ্টি বিজ্ঞান সাজেশনটি ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন PDF টিতে।
উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024
HS NUTRITION SUGGESTION 2024 | |
---|---|
Subject | Nutrition |
Exam Date | 21 ফেব্রুয়ারি, 2024 (বুধবার) |
Suggestion Download link | Given below |
Dear students, Today we are going to share HS Nutrition Suggestions. This suggestion was created by the Exam Bangla Editorial Team. You can download HS Nutrition Suggestion PDF 2024.
⬛ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন
1) যকৃত সিরোসিস কী? এর কারণ কী?
2) প্রাথমিকভাবে পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয়?
3) বৃদ্ধ বয়সে BMR -এর কী পরিবর্তন ঘটে?
4) গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে কি বলে?
5) শিশুকে ছয় মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত নয় কেন?
6) উৎসেচকের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।
7) ফ্যাটি অ্যাসিড কী যৌগ গঠিত হয়ে ভিলাই-এ শোষিত হয়?
8) পিত্তে কী কী ফ্যাট থাকে?
9) দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও।
10) কোন সময় মাতৃদুগ্ধ নিরাপদ নয়?
11) একটি স্বল্প মূল্যের প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখ।
12) গর্ভাবস্থায় প্রথম দিকে কিরূপ খাদ্য সরবরাহ করা দরকার।
13) একজন অধিক পরিশ্রমী গর্ভবতী নারীর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
14) স্বাভাবিক মহিলা এবং গর্ভবতী নারীর তাপন মূল্যের কিরূপ ফারাক লক্ষ্য করা যায়?
15) স্তন্যদানকারী মায়ের প্রত্যহ খনিজ লবনের চাহিদা কিরূপ?
16) কোন বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মাতৃদুগ্ধের ওপর রাখা উচিত?
17) একজন গর্ভবতী মহিলার প্রয়োজনীয় ক্যালসিয়াম ও লৌহের চাহিদার লেখো।
18) শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিডটি কোলেস্ট্রামে বেশি থাকে?
19) গর্ভবতী নারীর কী ধরনের ভিটামিনের চাহিদা লক্ষণীয়?
20) খাদ্যাভ্যাসের প্রকৃতি বলতে কি বোঝ?
21) আলো-আঁধারি পরীক্ষা সম্বন্ধে কী জানো?
22) ওভো ল্যাকটো ভেজিটেরিয়ান কাকে বলে?
23) রক্তে গ্লুকোজের পরিমাণ কত হলে গ্লাইকোসুরিয়া হয়?
24) দীর্ঘমেয়াদি জ্বর কাকে বলে?
25) IFA ট্যাবলেটের লৌহ কিরূপে থাকে?
26) ভিটামিন D এর অভাবে কোন দুটি খনিজ পদার্থ দেহে শোষিত হয় না?
27) দুধের মধ্যে সংক্রমিত হয় এমন দুটি অসুখের নাম লেখো।
28) স্থূলতার জন্য দায়ী এমন চারটি কারণ উল্লেখ কর।
29) প্রোটিন নিয়ন্ত্রিত পথ্যের সুপারিশ করা হয় এমন দুটি অসুখের নাম লেখো।
30) পাস্তরাইজেশন পদ্ধতিতে দুধের কোন কোন উপাদান নষ্ট হয়?
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন 2024
31) জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি প্রধান উপায় কী কী?
32) ডিমকে ‘রেফারেন্স’ প্রোটিন বলা হয় কেন?
33) পাইওরিয়ার একটি লক্ষণ উল্লেখ কর।
34) শিশুদের কি ধরনের অপুষ্টি দেখা যায়? তার প্রতিকারের উপায় কী?
35) খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ কর।
36) ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব কী?
37) MDM -প্রকল্পটি প্রবর্তনের বছরটি উল্লেখ করো।
38) পুষ্টি উপাদানের অভাব নিয়ন্ত্রণ বা প্রতিরোধকমূলক কর্মসূচির বিষয় গুলি কী কী?
39) দরিদ্র লোকেদের খাদ্য তালিকায় ডালকে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় কেন?
40) FNB -র সম্পূর্ণ নামটি লেখো।
41) খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে কাকে বলে?
42) বায়োটিক পোটেনশিয়াল কী?
43) মাইক্রোসাইটিক হাইপোক্রমিক রক্তাল্পতা কোন খনিজের অভাবে হয়?
44) অনুপূরক খাদ্য কাকে বলে?
45) IDDCP -এর সম্পূর্ণ নাম কী?
46) রান্নাশিক্ষা প্রদর্শনের কয়েকটি গুরুত্বপূর্ণ উপযোগিতা উল্লেখ করো
47) ব্রোকাশ ইনডেক্স কী?
48) ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়?
49) বিশ্ব মধুমেহ দিবস কবে পালন করা হয়?
50) প্রাক-বিদ্যালয় শিশুদের বাড়িতে খাদ্যপ্রধান প্রকল্প কারা কবে চালু করেন?
51) শিশুর FFT সমস্যার কারণ কী?
52) খাদ্য সমীক্ষা পদ্ধতির চারটি নাম লেখো।
53) IDDCP -এর পুরো নাম কী?
54) NNMB -এর পুরো নাম কী?
55) FNB -এর পুরো নাম কী?
উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 PDF
⬛ বিশ্লেষণধর্মী প্রশ্ন
1) ফ্যাটের বিপাক ক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো।
2) যকৃতকে একটি সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন?
3) পিত্তরসের উৎস, উপাদান ও কাজ উল্লেখ করো।
4) মানবদেহের শর্করা বা কার্বোহাইড্রেট -এর পরিপাক ক্রিয়া বর্ণনা করো।
5) মাতৃদুগ্ধ ওগো দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক সাজেশন 2024
6) কিটোসিস কাকে বলে? কিটোসিস হওয়ার কারণ কী?
7) কৃত্রিম দুগ্ধ ও মাতৃদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো।
8) মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো।
9) মাতৃদুগ্ধের ত্রুটি বা অসুবিধার দিকগুলি কী কী?
10) শিশুদের আহার সম্পর্কিত যেকোনো ছয়টি সমস্যা আলোচনা করো।
11) পথ্য বলতে কি বোঝ? পথ্যের কাজ কী? পথ্যের শ্রেণীবিভাগ করে আলোচনা করো।
12) একজন মেদবহুল ব্যাক্তি আহার পরিকল্পনার মূলনীতি ব্যাখ্যা করো।
13) এদের কি ধরনের খাদ্য দেওয়া অনুচিত?
14) FAO -এর মূল মন্ত্র কী? FAO-এর কর্মকাণ্ড সম্বন্ধে যা জানো তা লেখো।
15) যক্ষা রোগের পথ্য কিরূপ হবে আলোচনা করো।
16) কোষ্ঠকাঠিন্য নিরাময়ের উপায় গুলি সম্বন্ধে আলোচনা কর।
17) খাদ্য পচনের কারণ উল্লেখ করো।
18) খাদ্য সংরক্ষণে গৃহে প্রযোজ্য সাধারন পদ্ধতি গুলি কী কী?
19) খাদ্য সংক্রান্ত আটটি ভ্রান্ত ধারণা উল্লেখ করো।
20) প্রোটিন শক্তির অভাবজনিত অপুষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
21) খাদ্য মূল্য তালিকা এবং তার ব্যবহার সম্পর্কে তোমার ধারণা কী?
22) শিশুদের অপুষ্টি প্রতিরোধের জন্য FAO/ WHO-র নির্দেশিকার উল্লেখ করো।
23) বিশেষ পুষ্টিপ্রকল্প, সুসংহত শিশু বিকাশ প্রকল্প এবং পরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 FAQ
Q: উচ্চমাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?
Ans: উচ্চমাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে।
Q: উচ্চমাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?
Ans: না, উচ্চমাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
HS Nutrition Suggestion 2024: Download Now