পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কলকাতা জাদুঘরের তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— 03 /2024
পদের নাম— Office Assistant Gr. III এবং Technical Assistant-A (Civil)
মোট শূন্যপদ— ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা লাগবে। একই সঙ্গে প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিং -এর দক্ষতা রাখতে হবে। সরকারি স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে টাইপিং সংক্রান্ত যেকোনো কোর্সের সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন— এই পদগুলিতে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু।
বয়সসীমা— ইচ্ছুক আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
চাকরির খবরঃ জেলা আদালতে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি— যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর সেই আবেদনপত্রে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট তারিখের আগে সংস্থার দপ্তরে সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করতে হবে।
আবেদন ফি— মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থী বাদে অন্যান্যদের এককালীন ৮৮৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে “National Council of Science Museums” -এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700 091
আবেদনের শেষ তারিখ— ১১ মার্চ, ২০২৪।
চাকরির খবরঃ রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here