সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন আগামী ১৯ শে মে ২০২৩ (শুক্রবার) চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত প্রতিবছর মাধ্যমিকের ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয়। সেই ট্রেন্ডকে ফলো করে যে এবারেও ফলপ্রকাশ হবে তা ধারণা করা গিয়েছিল আগেই। এদিকে সূত্রের খবর, মে মাসের শেষ বা জুনের শুরুতে ফলপ্রকাশ হতে পারে।
এর আগে জানা গিয়েছিল, মে মাসের চতুর্থ সপ্তাহ নাগাদ ফলপ্রকাশ হতে পারে উচ্চমাধ্যমিকের। তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তারপরেই সামনে আসবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এদিকে সম্প্রতি সূত্রের খবর, চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে জুন মাসের ১০ তারিখের মধ্যে। সেক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহেও ফলাফল সামনে আসতে পারে আবার ফলপ্রকাশের সময়কাল পিছতে পারে জুন মাসের দিকেও।
আরও পড়ুনঃ সরাসরি চেক করুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট
এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফলপ্রকাশের কোনো দিনক্ষণ জানানো হয়নি। তাই জুনের দশ তারিখের মধ্যে ফলপ্রকাশ হবে এমনটাই সম্ভাবনা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, এর মধ্যেই রেজাল্ট সম্পর্কিত আপডেট প্রকাশ্যে আনবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের।