রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
WB MTS Recruitment 2022
Employment No- IACS/ADVT/P/02
পদের নাম- Multi Tasking Staff (Genaral)
মোট শূন্যপদ- ১০ টি। (ST-4, OBC-3, EWS-3)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে হেড কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা। এবং SC/ ST/ Female প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Indian Association For The Clutivation Of Science, Jadavpur, Calcutta- 700032.
আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ IRCTC -এর মাধ্যমে রাজ্যে নিয়োগ
Official Notification: Download Now
Application Form: Download Now