অন্যান্য খবর

UPSC উত্তীর্ণ হতে গেলে কিভাবে পড়তে হবে? সফলতার সূত্র ফাঁস করলেন আইএএস অনুপমা অঞ্জলি

সফল হতে গেলে কি পদ্ধতি অর্জন করতে হবে? জানালেন আইএএস অনুপমা অঞ্জলি। তাঁর সফলতার গল্প পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

জীবনে সফল হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। একথা কে না জানেন। তবে, সকল মানুষের জার্নি হয় ভিন্ন ভিন্ন। যেমন, অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে আইএএস, আইপিএসের মতো উচ্চপদস্থ পদের অফিসার হবেন। এই সকল পদে নিযুক্ত হতে গেলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যা ‘পাহাড়সম’ বলে মনে করেন পরীক্ষার্থীরা। কিন্তু এই সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণরা কিছু সূত্র বলেন। যা সঠিকভাবে মেনে চললে পরীক্ষায় অনায়াসেই উত্তীর্ণ হওয়া যায়।তেমন ভাবেই নিজের সফলতার রহস্য ফাঁস করেছেন আইএএস অফিসার অনুপমা অঞ্জলি।

ছোট থেকে দিল্লিবাসী অঞ্জলি ও তাঁর পরিবার। তাঁর বাবা ছিলেন দেশের আইপিএস অফিসার। ৩৭ বছর ধরে দেশসেবায় অংশ নেন। স্কুলের পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন অঞ্জলি। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ডিগ্রি অর্জন করেন। তবে, ইঞ্জিনিয়ারের পেশায় এগোতে চাননি অঞ্জলি। তাঁর স্বপ্ন ছিল আইএএস অফিসার হবেন। আর তাই কলেজ পাশের পর ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় পরাস্ত হন অঞ্জলি। তবে ব্যর্থতায় না হেরে গিয়ে পরের বার দ্বিগুণ শক্তিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ মোটা মাইনের চাকরি ছেড়ে UPSC প্রস্তুতি আদিত্য পান্ডের

২০১৭ সালে দ্বিতীয় চেষ্টায় ইউপিএসসি উত্তীর্ণ হন অনুপমা অঞ্জলি। সফল হয়ে তিনি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার রূপে নিযুক্ত হন। কীভাবে পড়ে সফল হয়েছিলেন অঞ্জলি? তিনি জানান, একটানা অধ্যাবসায় ও পাঠ্যক্রম খুঁটিয়ে পড়ার মধ্যেই নিহিত আছে ইউপিএসসিতে সফল হওয়ার বীজমন্ত্র। পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর টিপস,মন দিয়ে পড়ে যেতে হবে। ব্যর্থতা পেরিয়ে সফলতা আসবেই। সম্প্রতি বিয়ে সেরেছেন অঞ্জলি। তাঁর জীবনসঙ্গী ২০২০ ব্যাচের আইএএস অফিসার হর্ষিত কুমার। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই হরিয়ানা ক্যাডারের আইএএস পদে নিযুক্ত।

সফলতার সূত্র ফাঁস করলেন আইএএস অনুপমা অঞ্জলি

Related Articles