ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা মুখের কথা নয়। দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় ইউপিএসসি। প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেন। একবার না হলে বছর বছর পরীক্ষা দিতে হয় তাঁদের। পরীক্ষায় লাখ প্রার্থীর মধ্যে চূড়ান্ত বাছাইয়ের পর চাকরি পান গুটিকয়েক জন। অনেক সময়েই পরাজিত হলে হাল ছেড়ে দেন বহু পরীক্ষার্থী তবে তাঁদের মধ্যে এমন কিছু জন রয়েছেন, যাঁরা নিজেদের সিদ্ধান্তে অটুট থাকেন। অবশেষে ছিনিয়ে আনেন সাফল্য। আজ এই প্রতিবেদনে এমন একজনের কথা বলা হবে যিনি ইঞ্জিনিয়ারিং থেকে আজ উচ্চপদস্থ সরকারি আধিকারিক। কিভাবে ব্যালেন্স করলেন দুই দিক? জানিয়েছেন অফিসার আরুষি শর্মা।
উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা আরুষি শর্মা। দিল্লির একটি স্কুল থেকে তিনি তাঁর বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। এরপর দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বি.টেক পাশ করেন আরুষি। কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি ঠিক করেন ইউপিএসসির প্রস্তুতি নেবেন। ক্যাম্পাস প্লেসমেন্ট ছেড়ে দিয়ে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। আর এই প্রস্তুতিতে তিনি বেছে নেন সেল্ফ স্টাডির পথ। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। পরীক্ষার সিলেবাস বুঝে মন দিয়ে প্রতিটি অধ্যায় পড়তে থাকেন। খুঁটিয়ে পড়েন ছোট-বড় প্রশ্ন। দিন রাত এক করে পড়াশোনা করতেন আরুষি। ২০২১ সালে তিনি ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আইএএস অফিসারের পদ পেয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিলেন না তিনি।
আরও পড়ুনঃ ডাক্তারির পাশাপাশি UPSC’তে বাজিমাত অংশু প্রিয়ার
তার পরের বছর অর্থাৎ ২০২২ সালে ফের পরীক্ষায় বসেন আরুষি। ৪০২ র্যাঙ্ক নিয়ে দেশের আইএএস অফিসার হিসেবে নিযুক্ত হন আরুষি শর্মা। বর্তমানে তিনি একজন উচ্চপদস্থ সরকারি অফিসার হিসেবে কর্মরত। নিজের স্বপ্নপূরণের জন্য আরুষি যে পরিশ্রম করেছেন তাকে কুর্নিশ জানাতে হয়। এর পাশাপাশি তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে আর পরিশ্রম করলে অপূর্ণ স্বপ্ন পূরণ হবেই। আর এভাবেই অফিসার আরুষি এখন সকল পরীক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণা।