IAS Mudra Gairola: এমন এক IAS অফিসার যাকে নিয়ে চর্চা শুরু হয়েছে সারাদেশ জুড়ে। এমন কাণ্ড ঘটিয়েছেন যে তাকে নিয়ে চর্চা হওয়াই স্বাভাবিক। এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত IAS অফিসারের নামের তালিকায় তার নাম উঠে আসে। উত্তরাখণ্ডের চামেলী জেলার কর্ণপ্রয়াগের বাসিন্দা মুদ্রা গাইরোলা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী হওয়ার ছিলেন তিনি। মাধ্যমিক পরীক্ষায় অর্জন করেছিলেন ৯৬ শতাংশ নম্বর। একই অধ্যাবসাইকে বজায় রেখে দ্বাদশ শ্রেণীতে পেয়েছিলেন ৯৭ শতাংশ নম্বর। কৃতি ছাত্রী হওয়ার কারণে একবার স্কুলের প্রতিযোগিতায় তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন আইপিএস অফিসার কিরণ বেদী।
দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শেষ করে প্রথমে মুম্বাইয়ের একটি মেডিকেল কলেজে দাঁতের চিকিৎসক হিসাবে পড়াশোনা শুরু করেন। BDS বিভাগের স্বর্ণপদকও জিতেছিলেন। কলেজের পর দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে MDS পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন। তবে মুদ্রার বাবা বরাবর চাইতেন মেয়ে একজন IAS অফিসার হয়ে উঠুক। বাবার স্বপ্নকে পূরণ করার জন্য MDS -এর পড়াশোনা মাঝপথে থামিয়ে সিভিল সার্ভিসের পড়াশোনা শুরু করেন। কৈশোর জীবনে বাবার অপূর্ণ স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে শুরু হয় জোরদার প্রস্তুতি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মূলত বাবার স্বপ্নকে সফল করার জন্যই সিভিল সার্ভিসে জয়েন করা।
আরও পড়ুনঃ ‘মিস ইন্ডিয়া’র স্বপ্ন ছেড়ে দেশ সেবায় সিভিল সার্ভিস বেছে নেন IAS তাসকিন খান
২০১৮ সালে প্রথমবার UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে সেবার ইন্টারভিউ রাউন্ডে আটকে যান মুদ্রা। 2019 সালে দ্বিতীয়বার পরীক্ষায় বসলেও চূড়ান্ত নির্বাচনে গিয়ে আটকে যান। ২০২০ সালে করোনার জন্য মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এরপর ২০২১ সালে তাঁর ভাগ্য খুলে যায়। সেবার UPSC সারাদেশের মেধা তালিকায় ১৬৫ তম স্থান অধিকার করেন। সে বছরই তিনি IPS পদে যোগদান করেন। কিন্তু IPS পদে কর্মরত থাকার পরেও IAS অফিসার হওয়ার জন্য চালিয়ে গেছেন প্রস্তুতি। ২০২২ সালে ফের UPSC পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় সারাদেশের মধ্যে ৫৩ তম স্থান অধিকার করেন। এই সালেই IAS অফিসার পদে নিযুক্ত হন মুদ্রা। বর্তমানে দিল্লির বাসিন্দা এই মুদ্রা গাইরোল UPSC’র প্রস্তুতি গ্রহণ করা যুবক যুবতীদের কাছে একজন রোল মডেল।